ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা (Gar Panchkot) নয়, নয় শৈলশহরের ভিড় বা কুয়াশার খেলা। তবু বর্ষার মরশুমে প্রকৃতি প্রেমীদের মন টানে পুরুলিয়ার গড় পঞ্চকোট। পাঞ্চেত পাহাড়ের কোলে শুয়ে থাকা এই জায়গাটি একবার দেখলে যেন মন আর ফেরে না। অজানা নয়, তবু অনেকের চোখ এড়িয়ে যায় এই গন্তব্য।
বর্ষায় এখানে এক অন্যরকম সৌন্দর্য (Gar Panchkot)
বর্ষায় এখানে এক অন্যরকম সৌন্দর্য ধরা (Gar Panchkot) দেয়। কখনও একটানা ঝমঝমিয়ে, তো কখনও হঠাৎ থেমে যাওয়া বৃষ্টির ছোঁয়ায় পাঞ্চেত পাহাড়ের সবুজ যেন আরও বেশি দীপ্তি পায়। পাহাড়ের মাথায় কখনও কখনও ভেসে বেড়ায় মেঘের ঝাপসা চাদর। প্রকৃতির এই রূপই গড়ে তোলে গড় পঞ্চকোটের বিশেষ আবেদন।
পাঞ্চেত জলাধার পেরিয়ে এই পাহাড়ি গ্রাম (Gar Panchkot)
পাঞ্চেত জলাধার পেরিয়ে এই পাহাড়ি গ্রামে (Gar Panchkot) পৌঁছতে হয়। রাস্তার একপ্রান্ত পশ্চিমবঙ্গে, মাঝখান পড়ে ঝাড়খণ্ডে এই মিশ্র পথেই শুরু হয় যাত্রার আসল রোমাঞ্চ। বরাকর, কুমারডুবি বা আসানসোল স্টেশনে নেমে সহজেই অটো বুক করে পৌঁছানো যায় গন্তব্যে।
অতীতের সাক্ষী
এই অঞ্চলের প্রধান আকর্ষণ ‘গড়’ অর্থাৎ দুর্গ। কথিত আছে, ১৬০০ খ্রিষ্টাব্দে রাজা দামোদর শেখর পাঁচজন আদিবাসী সর্দারের সহায়তায় গড়ে তুলেছিলেন পঞ্চকোট রাজ্য। সেই থেকেই নাম গড় পঞ্চকোট। বর্তমানে তার ধ্বংসাবশেষ জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। চারপাশে গজিয়ে উঠেছে বিশাল বট ও অশ্বত্থ গাছ, যা যেন যুগের ভার বহন করে চলেছে।
পঞ্চরত্ন মন্দির
দেখার মতো আরও অনেক কিছুই রয়েছে, সম্প্রতি সংস্কার হওয়া পঞ্চরত্ন মন্দির, কাছেই থাকা নজরমিনার, আর আছে ঘন জঙ্গলের বুক চিরে তৈরি ছোট ছোট চায়ের দোকান। বর্ষাকালে যদিও জঙ্গলে সাপের ভয় থাকায় হাঁটাহাঁটির উপযুক্ত সময় নয়, তবে শীত বা বসন্তে এলে জায়গাটি আরও খুলে ধরা দেয়। চাইলে অটো করে দেখে নেওয়া যায় মাইথন ও পাঞ্চেত জলাধার, কল্যাণেশ্বরী মন্দির বা কাছাকাছি খোলা মুখের কয়লাখনি, যেখানে বর্ষায় জমা জল তৈরি করে আলাদা দৃশ্যপট।

আরও পড়ুন: Daily Horoscope: কেমন কাটবে মঙ্গলবার? কী বলছে আজকের রাশিফল
থাকার জায়গার অভাব নেই। বেসরকারি হোটেলের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম ও পর্যটন দফতরের সরকারি অতিথি নিবাস। অনলাইনে আগাম বুকিং করলেই নিশ্চিন্তে ভ্রমণ উপভোগ করা যায়। কলকাতা থেকে দূরত্ব মাত্র ২৪৫ কিলোমিটার, তাই হঠাৎ ভ্রমণের সিদ্ধান্তেও ঘুরে আসা যায় গড় পঞ্চকোট। বর্ষায় যদি একটুখানি সবুজ, নিস্তব্ধতা আর ইতিহাসের ছোঁয়া পেতে চান, তাহলে এবারের মনসুন ট্র্যাভেল লিস্টে অবশ্যই রাখুন গড় পঞ্চকোটকে।