ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বহু প্রতীক্ষিত ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা(Free Trade Agreement)। সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফরে এই চুক্তি সই হতে পারে। বুধবার চার দিনের বিদেশ সফরে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে ব্রিটেন, তারপরে মলদ্বীপ। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল।
বাণিজ্য চুক্তির লক্ষ্য (Free Trade Agreement)
এই বাণিজ্য চুক্তির লক্ষ্য, ভারত ও ব্রিটেনের মধ্যে বিনিয়োগ ও কাজের সুযোগ বাড়ানো, বিশ্ব অর্থনীতির সঙ্গে মিল রেখে বাজারে সমস্ত বাধা পেরিয়ে আসা।এই চুক্তি অনুযায়ী, ভারত থেকে চামড়া, পোশাক ও জুতো রফতানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হবে। একইসঙ্গে ব্রিটেন থেকে আগত হুইস্কি ও বিলাসবহুল গাড়ির আমদানির ওপর ভারতের কর হ্রাস করা হবে। এর ফলে রফতানিতে ভারতে নতুন দিগন্ত খুলবে এবং ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ সহজতর হবে।এই ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ১২০ বিলিয়ন ডলার-এ পৌঁছে দেওয়া। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২১.৩৪ বিলিয়ন ডলার, যা পূর্ববর্তী বছরে ছিল ২০.৩৬ বিলিয়ন ডলার।

শুল্ক হ্রাস (Free Trade Agreement)
ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় প্রায় ৯৯ শতাংশ পণ্যে শুল্ক হ্রাস করা হবে(Free Trade Agreement)। অর্থাৎ ভারতের ৯৯ শতাংশ রফতানি পণ্য ব্রিটেনে শুল্কমুক্ত এবং ব্রিটেন থেকে ভারতের ৯০ শতাংশ আমদানিও শুল্কমুক্ত থাকবে।ভারত থেকে পোশাক, জুতো, রত্ন, গহনা এবং অটো যন্ত্রাংশের উপর শূন্য শুল্ক আরোপিত হতে পারে।
আরও পড়ুন-India targets Pakistan: ‘ধারাবাহিক ঋণগ্রহীতা…,’ বিশ্বমঞ্চে ফের পাকিস্তানকে সপাটে চড় ভারতের
বিলাসবহুল গাড়ি (Free Trade Agreement)
জাগুয়ার, ল্যান্ড রোভার প্রভৃতি ব্রিটিশ গাড়ি ভারতের বাজারে সস্তা হবে(Free Trade Agreement)।ভারত ব্রিটেন থেকে আমদানি করা গাড়ির উপর বর্তমান ১০০ শতাংশ শুল্ক কমিয়ে মাত্র ১০% করতে পারে। তবে সীমিত সংখ্যক আমদানি করা গাড়ির ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে। এর ফলে উপকৃত হবে টাটা-জেএলআরের মত সংস্থাগুলি।

বৈদ্যুতিক যানবাহন (Free Trade Agreement)
ব্রিটেন এই চুক্তির মাধ্যমে বৈদ্যুতিক যানবাহনের উপর শুল্ক হ্রাসের সুবিধা পাবে(Free Trade Agreement)। ব্রিটেন ভারতীয় বাজারে টেলিকমিউনিকেশন, আইনগত পরিষেবা, ব্যাঙ্কিং এবং বিমা খাতে আরও প্রবেশাধিকার চাইছিল, যা এই চুক্তির মাধ্যমে সম্ভব হতে চলেছে।
আরও পড়ুন-Njp Station: হাতে লেখা সিট নম্বর! চেকারের সন্দেহ বাঁচাল বাংলার ৫৬ তরুণী
পোশাক ও জুতো (Free Trade Agreement)
চুক্তি অনুযায়ী, ভারত থেকে চামড়া, পোশাক ও জুতো রফতানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হবে(Free Trade Agreement)। ফলে অরবিন্দ, রেমন্ড-র মতো ভারতীয় টেক্সটাইল এবং পোশাক প্রস্তুতকারকরা ব্রিটেনে রফতানির জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার থেকে উপকৃত হতে পারে। রয়টার্স জানিয়েছে, বাটা ইন্ডিয়া এবং রিল্যাক্সোর মতো জুতো প্রস্তুতকারকরাও ব্রিটেনের বাজারে সহজ প্রবেশাধিকার পাবে।
মদ (Free Trade Agreement)
ব্রিটেন থেকে আমদানি করা হুইস্কি ও জিনের মত মদের উপর বিভিন্ন ধরনের আরোপিত শুল্ক কমানো হবে এবার। ফলে শুল্ক তাৎক্ষণিকভাবে ১৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে নেমে আসবে। পরবর্তী ধাপে তা ৪০ শতাংশে নেমে আসবে।চুক্তির নিয়ম অনুযায়ী, দু’দেশের বাণিজ্যমন্ত্রীরাই সাধারণত এতে সই করেন। এরপর চুক্তি কার্যকর হতে গেলে ব্রিটিশ সংসদের অনুমোদন লাগবে।
