ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনখড় অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন যা তাঁর পদত্যাগের (Retirement Benefits of Jagdeep Dhankhar) পরেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি পেনশনও পাবেন।
বাদল অধিবেশনের প্রথম দিনেই চমক (Retirement Benefits of Jagdeep Dhankhar)
সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই দেশজুড়ে চমক সৃষ্টি করলেন উপরাষ্ট্রপতি জাগদীপ ধনখর (Retirement Benefits of Jagdeep Dhankhar)। তিনি হঠাৎ করেই পদত্যাগ করলেন। এই পদত্যাগের কারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। ধনখর তাঁর পদত্যাগপত্রে স্বাস্থের কারণ উল্লেখ করেছেন। তাঁর কার্যকাল শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট, ২০২৭। ভারতের সংবিধানের ৬৭(এ) ধারা অনুযায়ী, ধনখর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি মুর্মু মঙ্গলবার তাঁর পদত্যাগ গ্রহণ করেন।
পদত্যাগ করলেও থাকছে পেনশন ও একাধিক সরকারি সুবিধা (Retirement Benefits of Jagdeep Dhankhar)
জানা গিয়েছে, পদত্যাগ করার পরও ধনখর পেনশন ও অন্যান্য সুবিধা পেতে চলেছেন (Retirement Benefits of Jagdeep Dhankhar)। নিয়ম অনুযায়ী, উপরাষ্ট্রপতি যদি দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন, তবে তাঁরা পেনশন এবং সংশ্লিষ্ট সব সুবিধা পাওয়ার যোগ্য হবেন। ২০১৮ সালের বাজেট অনুযায়ী, উপরাষ্ট্রপতির বার্ষিক বেতন ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। সেই হিসেবেই ধনখর প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন। প্রাক্তন উপরাষ্ট্রপতিরা সাধারণত বেতনের ৫০ থেকে ৬০ শতাংশ পেনশন হিসেবে পান। সেই হিসেবে ধনখরের মাসিক পেনশন ২ লাখ টাকার বেশি হতে পারে।
ধনখরের জন্য থাকছে বাংলো, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য সুবিধা
জানা গিয়েছে, ধনখর একটি টাইপ VIII শ্রেণির সরকারি বাংলো পাবেন। সেই সঙ্গে থাকবে বিনামূল্যে বিমান ও ট্রেনে যাতায়াতের সুবিধা। চিকিৎসার জন্য থাকছে নিযুক্ত ব্যক্তিগত চিকিৎসক ও সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুবিধা। ধনখরের জন্য নিয়োগ করা হবে দু’জন ব্যক্তিগত সহকারী (PA)। তাঁর স্ত্রীকে দেওয়া হবে একজন ব্যক্তিগত সচিব। তাঁদের বাংলোর বিদ্যুৎ ও জলের বিলও সরকার বহন করবে। প্রাক্তন উপরাষ্ট্রপতিরা কিছু আসবাবপত্র, প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি ও দুটি মোবাইল ফোনও পেয়ে থাকেন।
আরও পড়ুন: Njp Station: হাতে লেখা সিট নম্বর! চেকারের সন্দেহ বাঁচাল বাংলার ৫৬ তরুণী
শুরু হল উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি
এই পরিস্থিতিতে ভারতের নির্বাচন কমিশন (ECI) উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বলে পিটিআই জানিয়েছে। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরই নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচনের আগে যা যা করতে হয় তার মধ্যে রয়েছে— উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সদস্যদের নিয়ে নির্বাচকমণ্ডলী গঠন, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত করা, এবং পূর্ববর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের যাবতীয় তথ্য প্রস্তুত ও ছড়িয়ে দেওয়া। এই প্রস্তুতি সম্পূর্ণ হলেই ঘোষণা হবে দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ।