ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি কলকাতার ব্লু লাইনের (Kolkata Metro Viral Video) একটি মেট্রো রেকে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যাত্রীসংখ্যা কম থাকলেও মেট্রোর মধ্যে আচমকা এক ব্যক্তি দরজায় কালো রঙের কিছু স্প্রে করেন। মুখে দাড়ি, হাতে একটি ব্যাগ, সেখান থেকেই বের করলেন ডিওডোরেন্ট ক্যানের মতো একটি বস্তু এবং ছড়িয়ে দিলেন কালো স্প্রে। এই ঘটনা আতঙ্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণ যাত্রীদের মনে এত সহজে কেউ কীভাবে এমন কাণ্ড ঘটিয়ে বেরিয়ে যেতে পারেন?
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ (Kolkata Metro Viral Video)
ঘটনাটি ঘটে MR-409 নম্বরের ট্রেনের কোচ (Kolkata Metro Viral Video) 4036-এ। সেই সময় বেশ কিছু যাত্রী সামনের আসনগুলিতে থাকলেও কেউ বিষয়টি বুঝে ওঠার আগেই অভিযুক্ত ব্যক্তি কাজ সেরে মেট্রো থেকে নেমে যান। তবে দেরিতে হলেও ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সিসিটিভির মাধ্যমে শনাক্ত অভিযুক্ত (Kolkata Metro Viral Video)
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কোচের ভিতরে স্থাপিত সিসিটিভি ফুটেজে (Kolkata Metro Viral Video) অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ড ধরা পড়েছে। যেহেতু মেট্রোর প্রতিটি রেক ও স্টেশনে নজরদারির ব্যবস্থা রয়েছে, তাই এই ধরনের ঘটনা খুব সহজেই ধরা পড়ে। অভিযুক্তকে শনাক্ত করতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সহায়তা নেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

মেট্রো রেলের প্রতিক্রিয়া ও বার্তা
মেট্রো রেল স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই ধরনের কাজ শুধু ট্রেনের গায়ে দাগ ফেলে না, এটি মেট্রো রেলের ভাবমূর্তিকে আঘাত করে এবং যাত্রীদের মধ্যে নিরাপত্তা ও সচেতনতার প্রশ্ন তোলে। যেহেতু মেট্রো কলকাতা শহরের গর্ব, তাই এমন অশালীন কাজ সমাজের জন্য লজ্জার। মেট্রো রেল আরও জানায়, তারা যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়ে অত্যন্ত যত্নশীল। তাই কোনও ব্যক্তিই যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকল যাত্রীদের উদ্দেশে তারা অনুরোধ করেছে এই ধরনের ঘটনার সাক্ষী হলে সঙ্গে সঙ্গে মেট্রো কর্মীদের জানাতে।
এখন প্রশ্ন একটাই এই ঘটনা যেমন অনাকাঙ্ক্ষিত, তেমনই এটি কলকাতার নিরাপত্তা ব্যবস্থার দিকেও প্রশ্ন তোলে। যাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে যেমন মেট্রো কর্তৃপক্ষকে সক্রিয় হতে হবে, তেমন সাধারণ যাত্রীদেরও সচেতন থেকে এই ধরনের আচরণ রুখতে হবে।