ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ২৩ জুলাই ওয়াশিংটন (Donald Trump) ডিসিতে অনুষ্ঠিত ‘AI রেস সামিট’-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক দেওয়া মন্তব্য করেন।
কী বললেন ট্রাম্প? (Donald Trump)
তিনি বলেন, ‘‘আমি ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ (কৃত্রিম বুদ্ধিমত্তা) (Donald Trump) নামটা একেবারেই পছন্দ করি না। কারণ আমি ‘আর্টিফিসিয়াল’-মানে কৃত্রিম জিনিস পছন্দ করি না। এটা কৃত্রিম নয়, এটা তো জিনিয়াস!’’ ফলে তিনি এই প্রযুক্তির নতুন নামকরণ চান। সামিটে থাকা লোকজন প্রথমে এই কথায় হাসলেও ট্রাম্প জানান, এটা কোনো রসিকতা নয়। তিনি আরও বলেন, ‘‘এটা একেবারেই সিরিয়াস কথা। আমরা এত বড় প্রযুক্তি বিপ্লবের মধ্যে আছি, যেখানে ‘আর্টিফিসিয়াল’ শব্দটা মানায় না,’। তিনি বলেন, ‘‘সারা বিশ্ব এখন AI নিয়ে কথা বলছে। কিন্তু আমি এই নামটা সহ্য করতে পারি না। কৃত্রিম কিছুই আমার পছন্দ নয়। এই বুদ্ধিমত্তা কৃত্রিম নয়, এটা তো নিখাদ প্রতিভার কাজ। তাই এর নাম হওয়া উচিত ‘জিনিয়াস ইন্টেলিজেন্স’ বা অন্য কিছু।’’
ট্রাম্পের AI অ্যাকশন প্ল্যান (Donald Trump)
একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ‘AI Action Plan’-এর ঘোষণা (Donald Trump) করেন। ২৫ পাতার এই পরিকল্পনায় তিনটি বড় লক্ষ্য রয়েছে,
- উদ্ভাবনকে দ্রুততর করা
- AI প্রযুক্তির জন্য পরিকাঠামো গড়ে তোলা
- বিশ্বে নেতৃত্বে থাকা
এই পরিকল্পনার অধীনে তিনি কয়েকটি এক্সিকিউটিভ অর্ডার সই করেন, যার মাধ্যমে AI প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে চীনের চেয়ে এগিয়ে রাখার কৌশল নেওয়া হবে। তিনি বলেন, “আমেরিকা AI রেস শুরু করেছে, এবং আমেরিকাই এই রেস জিতবে।”
আর কী কী বললেন?
ট্রাম্প অভিযোগ করেন, বড় বড় টেক কোম্পানি আমেরিকার সুযোগ নিয়ে নিজেদের কারখানা চীনে তৈরি করছে, কর্মী নিচ্ছে ভারতে, আবার কর কমাতে যাচ্ছে আয়ারল্যান্ডে। তাই তিনি চান, AI প্রযুক্তি যেন দেশের ভেতরেই বিকশিত হয় এবং দেশের প্রতি এক ধরনের ‘দেশপ্রেম’ দেখানো হয়।
আরও পড়ুন: Russian Plane Missing: রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, খোঁজ মিলল ধ্বংসাবশেষের!
ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি ভাবনারও। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা আগ্রাসী ভূমিকা নিতে চাইছে, তা এই পরিকল্পনায় স্পষ্ট। আর ট্রাম্প তো বলেই দিলেন- AI মানে আর কৃত্রিম নয়, এখন থেকে সেটা ‘‘জিনিয়াস ইন্টেলিজেন্স’’!