ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকাল ২৪ জুলাই, বাংলা চলচ্চিত্রের (Mahanayak Samman 2025) অমর নায়ক, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। তাঁকে শ্রদ্ধা জানাতে ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত হল ‘মহানায়ক সম্মান ২০২৫’ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই দিনে বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত গুণীজনদের সম্মানিত করা হল তাঁদের অবদানের জন্য।
গৌতম ঘোষ (Mahanayak Samman 2025)
চলচ্চিত্র জগতের অন্যতম শ্রদ্ধেয় মুখ, পরিচালক-অভিনেতা (Mahanayak Samman 2025) গৌতম ঘোষ পেয়েছেন ‘মহানায়ক শ্রেষ্ঠ সম্মান’। বাংলা ও আন্তর্জাতিক সিনেমার জগতে তাঁর অবদান অনস্বীকার্য। ‘পদ্মা নদীর মাঝি’, ‘পার’, ‘অন্তর্জলী যাত্রা’, ‘মনের মানুষ’-এর মতো চলচ্চিত্র দর্শকের মনে আজও অম্লান। তথ্যচিত্র নির্মাণে তাঁর দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে তাঁর তৈরি তথ্যচিত্রগুলিও পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

সোমনাথ কুণ্ডু (Mahanayak Samman 2025)
চলচ্চিত্রের পর্দায় চরিত্রের চেহারা বদলাতে অন্যতম বড় ভূমিকা (Mahanayak Samman 2025) পালন করেন মেকআপ আর্টিস্টরা। সেই নিরলস শ্রমের স্বীকৃতি স্বরূপ, এই বছর সোমনাথ কুণ্ডু-কে দেওয়া হয়েছে মহানায়ক সম্মান। ‘অপরাজিত’ ছবির প্রস্থেটিক মেকআপের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

আনন্দ আঢ্য
আনন্দ আঢ্য, যিনি সিনেমার দৃষ্টিনন্দন সেট ও প্রোডাকশন ডিজাইনের জন্য পরিচিত, তিনিও পেয়েছেন মহানায়ক সম্মান। ‘অপরাজিত’-র পাশাপাশি ‘অটোগ্রাফ’, ‘ডবল ফেলুদা’, ‘হেমলক সোসাইটি’-র মতো বহু আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলা ছাড়াও হিন্দি চলচ্চিত্রেও তাঁর কাজ প্রশংসিত।

গার্গী রায়চৌধুরী
টেলিভিশন এবং বড় পর্দার জনপ্রিয় মুখ গার্গী রায়চৌধুরী-র অভিনয় দক্ষতা বারবার দর্শকদের মন জয় করেছে। ‘শুধু তুমি’ ছবি দিয়ে যাত্রা শুরু, তারপর ‘ইতি মৃণালিনী’, ‘খাদ’, ‘হামি’-সহ বহু ছবিতে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন। এবার তাঁর ঝুলিতে যুক্ত হল মহানায়ক সম্মান ২০২৫।

ইমন চক্রবর্তী
ইমন চক্রবর্তী, যাঁর কণ্ঠে ‘তুমি যাকে ভালোবাস’ গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে গিয়েছে, তিনিও পেয়েছেন এই সম্মান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা রবীন্দ্রসংগীত, আধুনিক, লোক ও ধ্রুপদী গান-সব শাখাতেই নিজের দক্ষতা দেখিয়েছেন।

রূপঙ্কর বাগচি
রূপঙ্কর বাগচি, বাংলা গানের জগতে এক উজ্জ্বল নাম, পেয়েছেন মহানায়ক সম্মান ২০২৫। ‘জাতিস্বর’-এর ‘এ তুমি কেমন তুমি’ গান তাঁকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। ‘চলো লেটস গো’, ‘২২শে শ্রাবণ’, ‘উমা’-র মতো জনপ্রিয় ছবিতে তাঁর গান আজও দর্শকের প্রিয়।

এই পুরস্কারপ্রাপ্তরা নিজেদের কাজের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও মান বজায় রেখেই এগিয়ে চলেছেন। মহানায়কের প্রয়াণ দিবসে তাঁদের সম্মানিত করে বাংলা শ্রদ্ধা জানাল তারই উত্তরসূরিদের।