ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনের জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। ছোট পর্দায় কি বড় পর্দায়, দুই পর্দাতে সমান তালে কাজ করে চলেছেন তিনি। আর প্রতিটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সেই চরিত্রকে ফুটিয়ে তোলেন সুন্দর ভাবে। তার জন্য দর্শক তাঁকে এত পছন্দ করেন। তবে তিনিও যে কাউকে পছন্দ করেন বা ভালোবসেন তা এতদিন জানা যায়নি! অর্থাৎ তাঁর মধ্যেও যে ফ্যান গার্ল লুকিয়ে আছে, তা বোঝা যায়নি। কাকে ভালবাসতেন অভিনেত্রী? কী শেয়ার করলেন?
পছন্দ করা (Aparajita Auddy)
অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Auddy) ভীষণ পছন্দ করেন দর্শক। তবে তিনিও পছন্দ করেন একজনকে। যিনি সবার প্রিয় বুম্বা দা। অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। খুব ছোটবেলা, স্কুল জীবন থেকে তিনি পছন্দ করতেন প্রসেনজিৎকে। যাঁর একটা ভালো ছবি পাওয়ার জন্য তিনি হাতখরচের টাকা জমিয়ে কিনতেন ম্যাগাজিন। যাতে বুম্বাদার একটা ভালো ছবি পাওয়া যায়। শুধুমাত্র তাই নয়, বালিশের নিচেই রাখতেন প্রসেনজিতের ছবি। সাথে অভিনেত্রীর নিজের ঘরের দেয়াল জুড়ে টাঙানো থাকত অভিনেতার ছবি।
পোস্ট শেয়ার করা (Aparajita Auddy)
কিন্তু অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) প্রসেনজিৎকে যে এত পছন্দ করেন, তা আগে কখনও জানা যায়নি। তবে ফেসবুকে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন প্রসেনজিৎকে নিয়ে। যে পোস্ট দেখে অনুরাগীরা ভীষণ খুশি। পোস্টে প্রসেনজিৎকে নিয়ে অভিনেত্রী মনের নানা কথা শেয়ার করেছেন।

আরও পড়ুন: Sharman Joshi: উল্টোপুরাণ, বলিউড থেকে টলিউডে ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা, নায়িকা কে?
প্রিয় মানুষের হাতে ছবি তুলতে পারা
অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) একটি বিজ্ঞাপনে শুটিং ছিল। আর সেখানেই প্রসেনজিৎ তাঁকে বলেন, “অপা আয়, তোকে একটা ছবি তুলে দিই।” আর এ কথা শোনার পরই অভিনেত্রীর মনে হয়, তিনি যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যান। পাশাপাশি মনে হয় সেই বালিশের নিচে রাখা ছবির স্বপ্নের রাজ্যে ডুবে আছেন তিনি। কিন্তু না, মাঝে মাঝে ইউনিভার্স নিঃশর্তে কাউকে ভালবাসেন। আর এটা সেই নিঃশর্ত ভালবাসা, তা তিনি জানেন।
আরও পড়ুন: Dhumketu: পরস্পরের প্রশংসায় দেব-শুভশ্রী, সম্পর্ক বদলে দিল ধূমকেতু!
অপেক্ষায় অনুরাগীরা
অপরাজিতা আঢ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হিসেবেও অভিনয় করেছেন। তবে বর্তমানে অভিনেত্রীর এমন পোস্ট দেখে অনুরাগীরা ভীষণ খুশি। কারণ তাদের প্রিয় অভিনেত্রীর আরও একটি গোপন দিক তাদের চোখে পড়েছে। আর এটা তো স্বাভাবিক, অনুরাগীরা তাদের প্রিয় মানুষগুলোর শুধু ছবিই নয়, সাথে তাঁর সম্পর্কে খোঁজ রাখেন সব সময়ই। অনুরাগীদের মনে প্রশ্ন, আবার কবে বড় পর্দায় প্রসেনজিতের সাথে জুটি বাঁধবেন অপরাজিতা? প্রসঙ্গত, এর আগে প্রসেনজিতের সাথে অপরাজিতাকে ‘প্রাক্তন’ ও ‘কিশোরকুমার জুনিয়র’ -এ কাজ করতে দেখা গিয়েছে।