ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে (Ben Stokes Blasted for targeting Pant) পায়ের আঙুলে আঘাত সত্ত্বেও ব্যাটিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন ঋষভ পন্থ।
ব্যথায় কাতর, তবু ব্যাট হাতে ফিরলেন পন্থ (Ben Stokes Blasted for targeting Pant)
ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে চমকে দেন ঋষভ পন্থ (Ben Stokes Blasted for targeting Pant)। পায়ের আঙুলে চোট পেয়েও তিনি ব্যাট করতে নামেন। প্রথম দিনে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তাঁর ডান পায়ে ফুল টস লাগে। সঙ্গে সঙ্গেই অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন পন্থ। খেলা বন্ধ রেখে তাঁকে গাড়িতে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে স্ক্যানে ধরা পড়ে তাঁর আঙুল ভেঙে গেছে। প্রথমে ৩৭ রানে অবসৃত হয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় দিনে মাঠে ফেরেন। হাঁটতে কষ্ট হলেও দর্শকদের উল্লাসের মাঝে তিনি ব্যাট হাতে নামেন। ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর ব্যাট করার সময় তিনি প্যাড পরে প্রস্তুত ছিলেন। শার্দুল আউট হলে পন্থ নামেন ক্রিজে।
চোট নিয়েই হাফ সেঞ্চুরি (Ben Stokes Blasted for targeting Pant)
বিপক্ষের আক্রমণ, চোটের যন্ত্রণা—সব কিছু উপেক্ষা করে ঋষভ পন্থ দারুণ এক হাফ সেঞ্চুরি করেন (Ben Stokes Blasted for targeting Pant)। শেষ পর্যন্ত তিনি ৫৪ রানে আউট হন। তাঁকে ফিরিয়ে দেন ইংল্যান্ডের গতিময় পেসার জোফ্রা আর্চার। আর্চারের একটি অদম্য ডেলিভারি পন্থকে পরাস্ত করে।
ইংল্যান্ডের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা
সোশ্যাল মিডিয়ায় অনেকেই পন্থের সাহসিকতার প্রশংসা করেছেন। তবে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ড দলের আচরণ নিয়ে। তাঁরা বলেন, ভারতীয় ব্যাটারের চোট পাওয়া পায়ের দিকেই বারবার বল করা হয়েছে। অনেকেই মনে করিয়ে দেন, ভারতকে আগেও “খেলার স্পিরিট” নিয়ে প্রশ্ন করেছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়রা।
বিসিসিআই-এর ঘোষণা
বিসিসিআই এক বিবৃতি দিয়ে জানায় যে পন্থ উইকেটকিপিং করবেন না। দলের হয়ে উইকেটকিপার হবেন ধ্রুব জুরেল। বিসিসিআই জানিয়েছে, “ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে ঋষভ পন্থ ডান পায়ে চোট পান। তিনি আর উইকেটকিপিং করবেন না। ধ্রুব জুরেল উইকেটকিপারের দায়িত্ব নেবেন। তবে চোট সত্ত্বেও পন্থ দ্বিতীয় দিনে ব্যাট করতে ফিরেছেন। দলের প্রয়োজন অনুযায়ী তিনি ব্যাট করবেন।”
ভারতের ইনিংস এবং ইংল্যান্ডের জবাব
ভারত প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তোলে ৩৫৮ রান। বেন স্টোকস নেন ৫ উইকেট। ভারতের হয়ে সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ হাফ সেঞ্চুরি করেন। জবাবে ইংল্যান্ড দারুণ শুরু করে। বেন ডাকেট (৯৪) ও জ্যাক ক্রলি (৮৪) ওপেনিং জুটিতে মাত্র ৩২ ওভারে ১৬৬ রান যোগ করেন।
সিরিজে ইংল্যান্ডের লিড
এই পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। চতুর্থ টেস্টের ফলই ঠিক করতে পারে সিরিজের মোড়।