ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যসভায় ভারতীয় নাগরিকত্ব ত্যাগ (Indians give up citizenship) সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক এই তথ্য জানিয়েছে বলে জানা গিয়েছে।
গত বছরের তুলনায় সামান্য কম, তবে এখনও সংখ্যাটা উদ্বেগজনক (Indians give up citizenship)
২০২৪ সালে ২,০৬,৩৭৮ জন ভারতীয় নাগরিক ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন (Indians give up citizenship)। এই তথ্য বৃহস্পতিবার রাজ্যসভায় জানাল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। যদিও এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় কিছুটা কম, তবে এখনও তা দুই লক্ষের বেশি। রাজ্যসভায় নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই পরিসংখ্যান পেশ করেন।
গত কয়েক বছরে কতজন নাগরিকত্ব ত্যাগ করেছেন (Indians give up citizenship)
সরকারের শেয়ার করা তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নাগরিকত্ব ত্যাগের পরিসংখ্যান (Indians give up citizenship):
২০২৪: ২,০৬,৩৭৮
২০২৩: ২,১৬,২১৯
২০২২: ২,২৫,৬২০
২০২১: ১,৬৩,৩৭০
২০২০: ৮৫,২৫৬
২০১৯: ১,৪৪,০১৭
বিদেশ মন্ত্রককে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে কি না। তবে, মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের পর থেকে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়েনি। বরং কিছু বছরে হ্রাসও পেয়েছে। ২০২৪ সালের সংখ্যাটি ২০২৩ ও ২০২২ সালের তুলনায় কম হলেও ২০২১, ২০২০ এবং ২০১৯ সালের তুলনায় বেশি।
কীভাবে ত্যাগ করা যায় ভারতীয় নাগরিকত্ব
সরকারকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় নাগরিকত্ব ত্যাগের আবেদন অনুমোদনের আগে কি বিস্তারিত যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হয়? এই প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে, ভারতীয় নাগরিকত্ব ত্যাগের জন্য একটি নির্দিষ্ট অনলাইন পদ্ধতি রয়েছে। আবেদনকারীকে প্রথমে অনলাইন পোর্টাল (https://www.indiancitizenshiponline.nic.in) -এ গিয়ে আবেদন করতে হয়। এরপর আবেদনকারীর মূল পাসপোর্ট এবং অন্যান্য বিবরণ যাচাই করা হয়। সংশ্লিষ্ট দফতরগুলির কাছ থেকে মতামত চাওয়া হয়, যা ৩০ দিনের মধ্যে জমা দিতে হয়। এই সময়কালে আবেদনকারীর ঘোষণার সব তথ্য যাচাই করার পর নাগরিকত্ব ত্যাগের সার্টিফিকেট অনলাইনে অনুমোদিত হয়। এই প্রক্রিয়াও ৩০ দিনের মধ্যেই সম্পন্ন হয়।
নাগরিকত্ব ত্যাগের ধারা কি বাড়ছে?
যদিও অনেকেই মনে করছেন বিদেশে চলে যাওয়া ভারতীয়দের মধ্যে নাগরিকত্ব ত্যাগের প্রবণতা বাড়ছে, তবে সরকার বলছে এটা কোনও স্থায়ী ঊর্ধ্বমুখী ধারা নয়। বিভিন্ন বছরে ওঠানামা হচ্ছে। তবে, পরপর তিন বছর ধরে এই সংখ্যা দুই লক্ষের ওপরে রয়েছে, যা আগামী দিনে অভিবাসন ও নাগরিকত্ব সংক্রান্ত আলোচনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।