ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে জেরেমি করবিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তাঁর নতুন সমাজতান্ত্রিক রাজনৈতিক দলের কথা (Corbyn more popular than Starmer)। স্যার কেয়ার স্টারমারের নেট অ্যাপ্রুভাল রেটিং এখন মাইনাস ৩৪। গত মাসের তুলনায় এটি তিন পয়েন্ট কম এবং করবিনের চেয়ে এক পয়েন্ট নিচে।
নেতিবাচক রেটিংয়ে ডুবে স্টারমার, করবিন সামান্য এগিয়ে (Corbyn more popular than Starmer)
জেরেমি করবিন এখন কেয়ার স্টারমারের তুলনায় বেশি জনপ্রিয় (Corbyn more popular than Starmer)। ইপসস পরিচালিত একটি বড়মাপের রাজনৈতিক জনমত সমীক্ষা এই তথ্য সামনে এনেছে। Ipsos-এর সাম্প্রতিক Political Pulse Tracker সমীক্ষা অনুযায়ী, প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের নেট অ্যাপ্রুভাল রেটিং এখন মাইনাস ৩৪। গত মাসের তুলনায় এটি তিন পয়েন্ট কম এবং করবিনের চেয়ে এক পয়েন্ট নিচে। জুলাই ১১ থেকে ১৪ তারিখের মধ্যে করা এই সমীক্ষায় অংশ নেন ১,১৪৪ জন। The Telegraph-এর প্রতিবেদন অনুযায়ী, তাঁদের মধ্যে মাত্র ২১ শতাংশ মানুষ স্টারমার সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেছেন, যেখানে ৫৫ শতাংশ তাঁর সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন।
করবিন সামান্য এগিয়ে (Corbyn more popular than Starmer)
এই তুলনায়, প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিনের প্রতি ২২ শতাংশ মানুষ ইতিবাচক মত প্রকাশ করেন, এবং ৫৪ শতাংশ তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন (Corbyn more popular than Starmer)। অর্থাৎ সামান্য হলেও করবিন স্টারমারকে ছাপিয়ে গিয়েছেন। এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৪৯ শতাংশ মনে করেন কেয়ার স্টারমারের নেতৃত্বে ব্রিটেন আরও খারাপ হয়েছে। ৬৪ শতাংশ মনে করেন দেশ বর্তমানে ভুল পথে এগোচ্ছে।
আরও পড়ুন: Palestine State: বেপরোয়া-লজ্জাজনক! প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ফ্রান্সের, ক্ষোভ
লেবার পার্টির জন্য উদ্বেগের কারণ
Ipsos-এর ব্রিটেন রাজনৈতিক শাখার ডিরেক্টর কিয়েরান পেডলি The Telegraph-কে বলেন, “লেবার পার্টির জন্য এটি অবশ্যই চিন্তার বিষয় যে মাত্র এক বছরের বেশি সময়ের মধ্যে অর্ধেক মানুষ বিশ্বাস করছেন, তাঁরা ব্রিটেনকে আরও খারাপ অবস্থায় নিয়ে গিয়েছেন।” তিনি আরও বলেন, “বর্তমানে যারা মনে করেন ব্রিটেন ভুল পথে এগোচ্ছে, সেই সংখ্যাটি নির্বাচনের ঠিক আগে কনজারভেটিভদের সময়কার মতোই। স্টারমারের ব্যক্তিগত জনপ্রিয়তাও এই সময়ের মধ্যে অনেকটা কমে গিয়েছে এবং এখন তা করবিনের স্তরের কাছাকাছি।”
করবিনের নতুন দল ঘিরে আলোচনা
এই রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে জেরেমি করবিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তাঁর নতুন সমাজতান্ত্রিক রাজনৈতিক দলের কথা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন – “বাস্তব পরিবর্তন আসছে”। স্বাধীন সাংসদ জারা সুলতানার সঙ্গে একটি যৌথ বিবৃতিতে করবিন জানিয়েছেন, নতুন দল “সমাজের সংকট মোকাবিলায়” জনগণ, শ্রমিক সংগঠন ও সামাজিক আন্দোলনগুলিকে একত্র করবে। লক্ষ্য – সম্পদ ও ক্ষমতার ব্যাপক পুনর্বণ্টন।
ইসলিংটন নর্থের এই এমপি আরও জানিয়েছেন, তাঁর দল সরকারের “মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার বিষয়গুলি” তুলে ধরবে, বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ক্ষেত্রে।
আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অনীহা! আলোচনার টেবিল ছাড়ল ইজরায়েল ও আমেরিকা
দলের নাম
প্রথমে অনুমান করা হয়েছিল দলের নাম হবে “ইওর পার্টি”। তবে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নাম নির্ধারণ করা হবে ভবিষ্যতের একটি ভোটের মাধ্যমে। এই পরিস্থিতিতে ব্রিটেনের রাজনীতিতে করবিনের নতুন সক্রিয়তা এবং স্টারমারের জনপ্রিয়তার পতন লেবার পার্টির ভবিষ্যৎ ঘিরে নতুন প্রশ্ন তুলে দিল।