ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো কাটতে না কাটতেই ফের মেট্রো বিভ্রাট। ব্যস্ত সময়ে আত্মহত্যার চেষ্টা শোভাবাজার মেট্রো স্টেশনে। দীর্ঘক্ষণ ব্যহত থাকে ব্লু- লাইনের মেট্রো পরিষেবা। শুধুমাত্র মেট্রো চলে সেন্ট্রাল থেকে কবি সুভাষ ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। অফিস টাইমে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
পুজোর ছুটি কাটিয়ে সবে মাত্র অফিসের পথে সাধারণ মানুষ। সোমবার সকালে ঘুম চোখে মেট্রো ধরবেন ঠিক সেই সময় ব্যহত মেট্রো পরিষেবা। সকাল ১১টা ৪৫ নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যা চেষ্টা এক যাত্রীর। সকাল সকাল অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনায় সমস্যায় পড়েন মেট্রো যাত্রীরা। আত্মহত্যার চেষ্টার কারণে সাময়িক ভাবে বন্ধ থাকে মেট্রো চলাচল। যাত্রীদের মধ্যে অনেকেই দুর্ভোগের মধ্যে পড়েন পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে। কেউ কেউ মেট্রো ছেড়ে বাসে বা অন্য কোনও গণপরিবহণে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন: https://tribetv.in/rain-alert-at-kolkata-for-next-two-days-by-west-bengal-weather-forecast/
কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার সকালের এই ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট বিঘ্নিত ছিল দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনের মেট্রো পরিষেবা। শেষে বেলা ১২টা ১৮ মিনিট নাগাদ ফের পরিষেবা স্বাভাবিক হয়। জানা গেছে যিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাঁকে তড়িঘড়ি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মেট্রোয় আত্মহত্যার চেষ্টা আটকাতে বহু পদক্ষেপ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। সিসি ক্যামেরার নজরদারি থেকে শুরু করে স্টেশনের দু’পাশে রক্ষী মোতায়েন করার পরও মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় রাশ টানা যায়নি। ফলে প্রত্যেক বার এই ধরনের এক একটি ঘটনায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। সোমবারের ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন।