ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দমদম জংশনের কাছে ফের রক্ষণাবেক্ষণের কাজ। সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন। শনিবার (২৬ জুলাই) ও রবিবার (২৭ জুলাই) শিয়ালদহের উত্তর শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল (Train Cancellations)। প্রভাব পড়বে দূরপাল্লার ট্রেনেও। পূর্ব রেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে ট্রেন চলাচল প্রায় ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে। চরম ভোগান্তির আশঙ্কা।
ডানকুনি, দত্তপুকুর, বনগাঁ, বারাসত, রুটে বাতিল একাধিক ট্রেন। ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক নিয়েছে রেল। তার জেরে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, কোপ পড়েছে দূরপাল্লার ট্রেনেও। ঘুরপথে যাত্রা করবে অনেক ট্রেন। পুরী- শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচীতে পরিবর্তন করা হয়েছে। ৩ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়া হবে ট্রেনটি। আজ, শনিবার ট্রেনটি পুরী থেকে সন্ধ্যা ৭টায় ছাড়ার পরিবর্তে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে।
আরও পড়ুন: Kolkata Metro Viral Video: কলকাতা মেট্রোতে রহস্যজনক স্প্রে! উঠছে প্রশ্ন, কোথায় নিরাপত্তা?
শনিবার বাতিল ট্রেনের তালিকা (Train Cancellations)
আজ ২৬ জুলাই শনিবার বাতিল করা হয়েছে:
শিয়ালদহ-ডানকুনি লোকাল: আপ ৩২২৪৯ / ডাউন ৩২২৫২
রবিবার আরও বড় প্রভাব, বাতিল বহু লোকাল ট্রেন (Train Cancellations)
রবিবার ২৭ জুলাই বাতিল হবে:
- শিয়ালদহ-হাবরা লোকাল: আপ ৩৩৬৫৩ / ডাউন ৩৩৬৫৪
- শিয়ালদহ-দত্তপুকুর লোকাল: ডাউন ৩৩৬১২
- শিয়ালদহ-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৭ / ডাউন ৩৩৮২৪
- শিয়ালদহ-বারাসাত লোকাল: আপ ৩৩৪৩১ / ডাউন ৩৩৪৩২
- শিয়ালদহ-ডানকুনি লোকাল: আপ: ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন: ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০
২৭ জুলাই আংশিক চলবে যে ট্রেনগুলি (Train Cancellations)
- ৩৩৮১২ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল: শেষ হবে দমদম ক্যান্টনমেন্টে
- ৩৩৮১৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল: শুরু হবে দমদম ক্যান্টনমেন্ট থেকে
- ৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল: শেষ হবে বারাসতে
- ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল: শুরু হবে বারাসত থেকে
আরও পড়ুন:Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, কয়েক ঘণ্টাতেই ভাসবে কোন কোন জেলা?
দূরপাল্লার ট্রেনের সময় ও পথ পরিবর্তন
২২২০২ ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (২৬ জুলাই): ১৯:৪৫-এর পরিবর্তে রাত ২৩:১৫-এ ছাড়বে পুরী থেকে এবং বরাহনগর রোডে নিয়ন্ত্রিত থাকবে।
- ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস
- ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল
- ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস
উত্তরবঙ্গ থেকে শিয়ালদহ আসার একাধিক দূরপাল্লার ট্রেনের (Train Cancellations) যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে। ডানকুনি- দমদম রুটের পরিবর্তে ট্রেনগুলি ব্যান্ডেল- নৈহাটি রুট দিয়ে চলবে।