ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি চিন সফরে গিয়েছেন এবং বেজিংয়ে সাক্ষাৎ করেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে(Asim Munir at China)। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত ও ‘অপারেশন সিঁদুর’-এর পর মুনিরের এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। সূত্রের খবর, বৈঠকে পাকিস্তানে থাকা চিনা নাগরিক এবং চিনা বিনিয়োগ প্রকল্পগুলির নিরাপত্তা নিয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মুনিরকে।
চিনা নাগরিকদের নিরাপত্তা প্রসঙ্গ (Asim Munir at China)
ওয়াং ই বৈঠকে পাকিস্তানে (Shehbaz Sharif) চিনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন(Asim Munir at China)। তিনি সরাসরি জানতে চান, বেজিংয়ের নাগরিক ও প্রকল্পগুলির জন্য ইসলামাবাদ কী ধরনের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানে একাধিক সন্ত্রাসী হামলায় চিনা নাগরিক নিহত হয়েছেন।
- ২০২৪ সালের মার্চ মাসে উত্তর পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন চিনা শ্রমিক নিহত হন।
- একই বছরের অক্টোবরে করাচি বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে দু’জন চিনা নাগরিকের মৃত্যু হয়।
এই ঘটনাগুলি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
মুনিরের আশ্বাস (Asim Munir at China)
মুনির বৈঠকে ওয়াং ই-কে আশ্বস্ত করে বলেন, “চিনা নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কঠিন সময়েও চিন ও পাকিস্তান একে অপরের পাশে থেকেছে।”
তিনি পাকিস্তান-চিন বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস ও কৌশলগত সম্পর্কের গুরুত্বের কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অনীহা! আলোচনার টেবিল ছাড়ল ইজরায়েল ও আমেরিকা
ভারত-পাক সংঘাতের পটভূমি (Asim Munir at China)
মুনিরের সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ভারত ও পাকিস্তানের সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে(Asim Munir at China)।
- ২২ মে পহেলগাঁও জঙ্গি হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে।
- ২৬ মে মধ্যরাতে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করে।
- এর পর চার দিন ধরে দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাত চলে। অবশেষে ১০ মে যুদ্ধবিরতিতে উপনীত হয় দুই দেশ।
এই সংঘাত চলাকালীন চিন প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়ায় এবং ভারতের বিরোধিতা করে ‘নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত’-এর দাবি জানায়।

চিন-পাকিস্তানের বার্তা (Asim Munir at China)
ওয়াং ই বৈঠকে বলেন, “চিন ও পাকিস্তান সব সময় একে অপরের পাশে থেকেছে এবং বিভিন্ন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেছে। পাকিস্তান আমাদের কূটনৈতিক অগ্রাধিকার।”
মুনিরও চিনের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার ইঙ্গিত দেন।
কৌশলগত তাৎপর্য (Asim Munir at China)
আন্তর্জাতিক কূটনীতিকদের মতে, মুনিরের এই সফর কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ(Asim Munir at China)। পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক মহলে ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে এবং চিনের সমর্থন তার জন্য বড় অস্ত্র হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC)-এর নিরাপত্তা ও ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়েও আলোচনায় জোর দেওয়া হয়েছে।