ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাঁকে রূপোলি পর্দায় একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত দর্শক। তিনি আর কেউ নন, সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। যাঁর প্রয়াণের বহু বছর পরও বাঙালির আবেগের সাথে তিনি ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন। বাঙালি সংস্কৃতিক জীবনে পথপ্রদর্শক ছিলেন উত্তম কুমার। বাংলা ছায়াছবির ইতিহাসে তাঁর কীর্তি কতখানি, তা নতুন করে বলার কিছু নেই। পাশাপাশি তিনি ছিলেন একজন মানবদরদী। যাঁর অবদানকে স্মরণ করার উদ্দেশ্যে আয়োজিত হল স্মরণ সভা।
স্মরণ সভার আয়োজন (Uttam Kumar)
২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস ছিল। আর ৩ রা সেপ্টেম্বর তাঁর জন্মদিন। এই দু’দিনকে উৎসব হিসেবে পালন করা হয়। আর সারা বছর মহনায়কের দেখানো পথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পথ চলা হয়। এই স্মরণ সভার আয়োজন করা হয় উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির পক্ষ থেকে। যার পথ চলা গত ১০ বছর ধরে।
অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়া (Uttam Kumar)
মহানায়ক উত্তম কুমারের ( Uttam Kumar) উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনের জন্য বললে, বলা ভুল হবে। বরং মহানায়কের অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই হল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। যার মধ্যে অন্যতম হল মহানায়কের সমাজ সেবামূলক কাজ। প্রত্যেক বছর ২৪ জুলাই সেইসব প্রান্তিক শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা ও আর্থিক সহযোগিতা করা হয়, যাঁরা মহানায়কের সাথে ক্যামেরার পেছনে কাজ করতেন। উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। প্রত্যেক বছর জীবন্ত কিংবদন্তি হিসেবে একজন মান্য শিল্পীকে উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। যেমন শিল্পী শ্রীমতি মাধবী মুখার্জি থেকে শুরু করে লিলি চক্রবর্তীর মতো মান্যজনদের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে এই কমিটির পক্ষ থেকে।

আরও পড়ুন: Rituparna-Sreemoyee: কাজ নেই শ্রীময়ীর হাতে? সহায় হলেন ঋতুপর্ণা!
উপস্থিত একাধিক শিল্পীরা
এবছর উত্তম স্মরণ মঞ্চে শ্রীমতি শকুন্তলা বড়ুয়াকে (Shakuntala Barua) উত্তম স্মারক সম্মানে সম্মানিত করা হয়েছে। এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন শ্রীকান্ত আচার্য (Srikanto Acharya), লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra), রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), মনোময় ভট্টাচার্য (Manomay), সৈকত মিত্র (Saikat Mitra), সপ্তক ভট্টাচার্য, গৌরব সরকার, অরিত্র দাসগুপ্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, সুজয় ভৌমিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, উত্তম কুমারের পরিবারের সদস্য গৌতম চট্টোপাধ্যায়, তাঁর স্ত্রী সুমনা, কার্তিক ব্যানার্জি ও দেবাশীষ কুমার প্রমুখরা।
আরও পড়ুন: Jeet-Rituparna: মুঠো ভর্তি কাজ, আবার জমবে জিৎ-ঋতুপর্ণার কেমিস্ট্রি!
ধারা অব্যাহত রাখা
অভিনয়ের পাশাপাশি উত্তম কুমার ছিলেন মানবদরদী। তিনি চিরকাল টেকনিশিয়ানদের সাহায্য করেছেন। আর সেই ধারা অব্যাহত রাখতে প্রতিবছরের মতো এবছরও দুইজন টেকনিশিয়ান, যাঁরা উত্তম কুমারের সঙ্গে কাজ করেছেন, তাঁদের আর্থিক সাহায্য হিসেবে ১০,০০০ টাকা এবং পিয়ারলেসের পক্ষ থেকে তাঁদের চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হয় তাঁদের হাতে। এবছর সেই প্রতিশ্রুতি দেওয়া হয় বিশ্বজিৎ ব্যানার্জি ও অনুপ কুমার বিশ্বাসকে।