ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে গিয়ে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন(Modi Maldives Visit)। তিনি বলেন, “আমাদের সম্পর্ক ইতিহাসের থেকেও পুরনো এবং সমুদ্রের থেকেও গভীর।” মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজজু ভারতকে দেশের সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক মোড়ের ইঙ্গিত দিয়েছেন।
প্রতিরক্ষা, বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা (Modi Maldives Visit)
মোদী ও মুইজজু বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর রূপরেখা তৈরি করেছেন(Modi Maldives Visit)। বিশেষ করে প্রতিরক্ষা, বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে। মোদীর বক্তব্য, “মালদ্বীপ আমাদের ‘Neighbourhood First’ নীতি এবং MAHASAGAR Vision-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত সব সময় মালদ্বীপের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। ভারত মহাসাগর অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি আমাদের যৌথ লক্ষ্য।”
প্রেসিডেন্ট মুইজজু বলেন, “ভারত আমাদের নিকটতম এবং সবচেয়ে বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। আমাদের নাগরিকদের দৈনন্দিন জীবনে ভারতের সহযোগিতা সুস্পষ্ট।”
৪,৮৫০ কোটি টাকার ঋণ সহায়তা (Modi Maldives Visit)
মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) ₹৪,৮৫০ কোটি টাকা (৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন। এই অর্থ মালদ্বীপের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, এই চুক্তির ফলে মালদ্বীপের ভারতের প্রতি বার্ষিক ঋণ শোধের চাপ ৪০% কমবে।
যদিও বৈঠকে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, মিশ্রি বলেন, “ভারত মালদ্বীপের সঙ্গে যৌথভাবে এমন সব বিষয় মোকাবিলা করবে যা আমাদের নিরাপত্তা এবং অঞ্চলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।”

আরও পড়ুন: Israel Hamas Conflict : মরতে চাইছে হামাস, কড়া বার্তা ট্রাম্পের!
দ্বিপাক্ষিক সম্পর্কের মোড় পরিবর্তন (Modi Maldives Visit)
প্রেসিডেন্ট মুইজ়্জুর ক্ষমতায় আসার পর থেকে ‘India Out’ প্রচারের কারণে দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনায় ছিল। তবে মোদী সফরে এসে স্পষ্ট করেছেন, “যে কোনও পরিস্থিতিতেই ভারত-মালদ্বীপ বন্ধুত্ব স্বচ্ছ ও উজ্জ্বল থাকবে।”
মুইজ়্জু আলোচনাকে “উৎপাদনশীল” বলে উল্লেখ করে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো উন্নয়নমূলক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মানুষে-মানুষে সম্পর্ককে আরও সুদৃঢ় করা।”
অবকাঠামো প্রকল্প ও প্রতিরক্ষা সহযোগিতা (Modi Maldives Visit)
মোদীর সফরে বেশ কয়েকটি ভারত-সমর্থিত প্রকল্পের উদ্বোধন হয়েছে, যেমন,
- মালের নতুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন,
- আদ্দু শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা,
- হুলহুমালের ৩,৩০০টি আবাসন ইউনিট।
এছাড়া মোদী মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীকে ৭২টি যানবাহন ও সরঞ্জাম হস্তান্তর করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন কমপ্লেক্সকে মোদী বলেন,“বিশ্বাসের কংক্রিট প্রতীক, যা দুই দেশের দৃঢ় বন্ধুত্বের প্রতিফলন।”

আরও পড়ুন: Asim Munir at China : আসিম মুনিরের চিন সফর! নিরাপত্তা ইস্যুতে প্রশ্নের মুখে পাক সেনাপ্রধান
মোদীর রেকর্ড ও মুইজজুর অভিনন্দন (Modi Maldives Visit)
মুইজ়্জু প্রধানমন্ত্রী মোদীকে ৪,০৭৮ দিন টানা ক্ষমতায় থাকার ঐতিহাসিক রেকর্ড গড়ার জন্য অভিনন্দন জানান(Modi Maldives Visit)। তিনি বলেন,“এটি আপনার জনসেবার প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং ভারতের উন্নতির জন্য আপনার অদম্য প্রচেষ্টার প্রমাণ।”
মোদীর এই সফরকে বিশ্লেষকরা ভারত-মালদ্বীপ সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন। অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় অগ্রগতি দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।