ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “এই সরকারের পাশে থাকতে কষ্ট হচ্ছে,” বললেন পাসওয়ান (Chirag Paswan attack Nitish Kumar)। চিরাগ পাসোয়ান আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং তিনি আরও বলেন যে, এমন একটি সরকারকে সমর্থন করে তিনি দুঃখিত যেখানে অপরাধ অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে।
নীতীশ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ (Chirag Paswan attack Nitish Kumar)
শনিবার কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বিহারে নীতীশ কুমার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন (Chirag Paswan attack Nitish Kumar)। তিনি বলেন, এমন একটি সরকারের পাশে থাকতে হচ্ছে, যেখানে অপরাধ ক্রমাগত বাড়ছে এবং তা থামানোর কোনও ব্যবস্থা নেই। তিনি এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন।
অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ (Chirag Paswan attack Nitish Kumar)
চিরাগ বলেন (Chirag Paswan attack Nitish Kumar), বিহারের সর্বত্র খুন, ডাকাতি, অপহরণ ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং প্রশাসন সেগুলো নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। তিনি বলেন, “প্রশাসন আজ অপরাধীদের সামনে পুরোপুরি অসহায় হয়ে পড়েছে।”
সরকারের উদাসীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ
চিরাগ আরও বলেন, প্রশাসনের এই ব্যর্থতায় বহু পরিবার প্রিয়জনকে হারিয়েছে। তাদের যন্ত্রণা স্বীকার করা উচিত। তিনি বলেন, “অপরাধীদের থামাতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। সরকার হয় পরিস্থিতি চাপা দিতে চাইছে, নয়তো সামলাতে পারছে না। এখন সময়, সরকার যেন ঘুম থেকে জেগে ওঠে।”
আরও পড়ুন: Modi Maldives Visit : মালদ্বীপ সফরে মোদী!৪,৮৫০ কোটি টাকার ঋণ সহায়তা ঘোষণা
“আমার রাজনীতি বিহারের জন্য”, বললেন চিরাগ
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে চিরাগ পাসওয়ান জানান, তিনি নিজেকে দীর্ঘদিন কেন্দ্রীয় রাজনীতিতে দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, “আমি রাজনীতিতে এসেছি শুধুমাত্র বিহার এবং বিহারিদের জন্য।” তাঁর মূল লক্ষ্য ‘বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট’। তিনি চান বিহারকে দেশের অন্যান্য উন্নত রাজ্যগুলোর সমতুল্য দেখতে। চিরাগ বলেন, তিনবার সাংসদ থাকাকালীন তিনি বুঝেছেন, শুধুমাত্র দিল্লিতে থেকে এই লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাই তিনি তাঁর দলকে ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি দ্রুত বিহারে ফিরতে চান।
রাজ্য রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ
চিরাগ জানান, তিনি বিধানসভা নির্বাচনে অংশ নিতে চান কি না, সেই সিদ্ধান্ত দল নেবে। যদি তাঁর অংশগ্রহণে দলের শক্তি বাড়ে, তাহলে তিনি রাজ্য রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেবেন।
লোকসভায় ১০০ শতাংশ সাফল্যের দাবি
মিডিয়ার সামনে বক্তব্য রাখতে গিয়ে চিরাগ বলেন, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তাঁর দল ১০০ শতাংশ স্ট্রাইক রেট অর্জন করেছে। তিনি চান, একই রকম সাফল্য বিধানসভা নির্বাচনেও যেন ধরে রাখা যায়। চিরাগের এই বক্তব্য স্পষ্টভাবে দেখিয়ে দিল, তিনি বিহারে বিজেপি-নীতীশ এনডিএ সরকারের কর্মক্ষমতা নিয়ে ক্ষুব্ধ এবং নিজেই সক্রিয়ভাবে রাজ্য রাজনীতিতে নেতৃত্ব দিতে প্রস্তুত।