ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Indian Challenger Cup) অনুষ্ঠিত হয়ে গেলো নবমতম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপের নাম ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ। ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় শুধু রাজ্য নয় দেশ-বিদেশ থেকে প্রায় ৭০০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তারই মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করেছে গ্লোবাল অ্যামেচার ক্যারাটে ডু অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা।
কঠোর প্রচেষ্টায় আজ এই সাফল্য (Indian Challenger Cup)
এই প্রতিষ্ঠানটি গ্লোবাল সোতোক্যান ক্যারাটে অ্যান্ড ডু অ্যাসোসিয়েশন (Indian Challenger Cup) অফ বেঙ্গল-এর সঙ্গে যুক্ত। গ্লোবাল অ্যামেচার ক্যারাটে ডু অ্যাকাডেমির ইন্সট্রাক্টর সমৃদ্ধা ভট্টাচার্য-এর (খেলো ইন্ডিয়ার জাতীয় খেলোয়াড়) নিরলস প্রয়াসে ও সেনসেই কুন্তল ঘোষের (জাতীয় রেফারি) কঠোর প্রচেষ্টায় আজ খুদেরা এই সাফল্য পেয়েছে।
সফলের তালিকায় কারা? (Indian Challenger Cup)
সফল প্রতিযোগিদের তালিকায় নাম রয়েছে, দেবাঞ্জন মালো (কাতা প্রথম-গোল্ড মেডেল, কুমিতে দ্বিতীয়-সিলভার মেডেল), শেখ রোহিত (কাতা প্রথম-গোল্ড মেডেল), মনামী অধিকারী এই কৃতীদের (কাতা ও কুমিতে তৃতীয়-ব্রোঞ্জ মেডেল)।

আরও পড়ুন: Bangladesh Election: বাংলাদেশে নির্বাচন কবে? খুব শীঘ্রই ঘোষণা করতে পারেন ইউনূস
আর যার জন্য আজ বাংলার এই খুদেরা আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতা প্রমাণ করার সুযোগ পেয়েছে তিনি হলেন শিহান তারকনাথ সর্দার। তার নিরলস পরিশ্রম, অসাধারণ দক্ষতা ও অসাধারণ নেতৃত্বের মাধ্যমে বাংলার ক্যারাটে কিডরা এই মঞ্চে প্রতিযোগিতা ও নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছে। স্বাভাবিকভাবেই বাংলার খুদেদের এই সাফল্যে খুশি তাদের পরিবার ও সহ ক্যারাটে শিক্ষার্থীরা।
