ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার এবং বাংলাদেশে পুশব্যাকের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে হেনস্তা ও নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদেই ‘ভাষা আন্দোলন’-এর ডাক (TMC language movement) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকেই এই নতুন রাজনৈতিক আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
রবি-ভূমে ‘ভাষা আন্দোলন’ (TMC language movement)
সোমবার বোলপুরের মাটি থেকেই শুরু হবে তৃণমূলের ‘ভাষা আন্দোলন’। রবিবার রাতেই বীরভূমে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার রয়েছে তাঁর একাধিক প্রশাসনিক ও দলীয় কর্মসূচি। দুপুর ২টোর সময় লজ মোড় থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা হয়ে, শ্রীনিকেতন রোড পেরিয়ে শেষ হবে জামমুড়ি বাস স্ট্যান্ডে। সেখানেই ভাষণ দেবেন মমতা।
আরও পড়ুন: NRC Notice: জন্মসূত্রে বাংলার বাসিন্দা, এবার কোচবিহারের ৭৫ বছরের বৃদ্ধকে এনআরসি-র নোটিস!
সাংস্কৃতিক প্রতিবাদে রঙিন হবে পথসভা (TMC language movement)
এই মিছিলকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সাংস্কৃতিক প্রতিবাদের রূপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন সাংস্কৃতিক দল গান, আবৃত্তি ও নাটকের মাধ্যমে বাংলাভাষার উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। মমতার নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়বে ‘ভাষা আন্দোলনের’ সুর—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
ভোটের মুখে বাংলা অস্মিতা তৃণমূলের প্রধান হাতিয়ার (TMC language movement)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বাংলা ভাষা ও বাঙালির আত্মপরিচয়-ভিত্তিক রাজনীতিকে ফের প্রধান অস্ত্র হিসেবে তুলে আনছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর নিপীড়নের অভিযোগকে সামনে রেখে তৃণমূল সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে চাইছে। ‘বাংলা বিরোধী মানসিকতা’র অভিযোগ তুলে বাঙালির মন জয়ের পথে ফের রাজনীতির ঝাঁজ বাড়াতে চাইছে দল।
আরও পড়ুন: Rain Forecast: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, দুর্যোগ চলবে কলকাতাতেও
প্রশাসনিক কর্মসূচি রয়েছে মমতার (TMC language movement)
সোমবার দুপুর ১টায় জয়দেবে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করবেন একটি গুরুত্বপূর্ণ সেতু, যা পূর্ব বর্ধমান ও বীরভূমের সংযোগ আরও দৃঢ় করবে এবং পথ প্রায় ৩৩ কিলোমিটার কমাবে। এরপর ২৯ জুলাই ইলামবাজারে আরেকটি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। তারপর ফিরবেন কলকাতায়।
রাজনীতির ময়দানে এবার ভাষাই মমতার প্রধান অস্ত্র। বোলপুর থেকে শুরু হওয়া এই নতুন ভাষা আন্দোলন বাংলা রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।