ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্র(OBC certificate)সংক্রান্ত বিজ্ঞপ্তির উপর কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অন্তর্বর্তী স্থগিতাদেশে আপাতত স্থগিত দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এই রায় রাজ্য সরকারের কাছে বড় স্বস্তির বলেই মনে করা হচ্ছে। সোমবার ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানান, হাই কোর্টের নির্দেশ প্রাথমিক ভাবে ভুল মনে হচ্ছে। তাই ওই নির্দেশ আপাতত কার্যকর হবে না।
গত জুন মাসে OBC মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট(OBC certificate)
প্রসঙ্গত, গত জুন মাসে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্যের জারি করা ওবিসি শংসাপত্র(OBC certificate)সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির উপর ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। আদালতের সেই রায়ে প্রশ্ন ওঠে, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের সংরক্ষণের সুবিধা কি আর মিলবে না? যদিও হাই কোর্ট সেই সময়ে স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের ভর্তিতে কোনও প্রতিবন্ধকতা তৈরি হবে না।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য(OBC certificate)
এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচাররপতি গবই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে। শুনানির সময় শীর্ষ আদালত বিস্ময় প্রকাশ করে যে, কীভাবে হাই কোর্ট এমন একটি নির্দেশ জারি করতে পারে। প্রধান বিচারপতি বলেন, “আমরা ভেবে অবাক হচ্ছি, হাই কোর্ট কোন যুক্তিতে এমন স্থগিতাদেশ দিয়েছে!”
আরও পড়ুন: Panchayat Secretary: বিহারে বাস্তবের ‘পঞ্চায়েত!’ সচিবকে জুতো পেটা করার হুমকি বিধায়কের
ফের মামলা ফেরানো হল হাইকোর্টে(OBC certificate)
প্রধান বিচারপতি আরও বলেন, সংরক্ষণ একটি কার্যনির্বাহী বা প্রশাসনিক সিদ্ধান্তের অন্তর্গত বিষয়। অতীতে ইন্দিরা সাহনী মামলার রায়ে স্পষ্ট বলা হয়েছিল, সংরক্ষণের জন্য আলাদা করে কোনও আইন তৈরির প্রয়োজন নেই। প্রশাসনের নির্দেশেই তা কার্যকর হতে পারে। শীর্ষ আদালতের বেঞ্চ জানায়, বিজ্ঞপ্তির ক্ষেত্রে সরকার কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেছে, যা হয়তো ঠিক, আবার ভুলও হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হাই কোর্টই নেবে। তবে সুপ্রিম কোর্টের মতে, বিতর্কিত নির্দেশের উপর আপাতত স্থগিতাদেশ থাকা প্রয়োজন।
আরও পড়ুন: Matoshree: ৬ বছর পর প্রথমবার, উদ্ধবের জন্মদিনে মাতোশ্রী’তে রাজ ঠাকরে