ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেউ বুধবার সন্ধ্যায়, আবার কেউ বৃহস্পতিবার করবে লক্ষ্মীর আরাধনা। তার আগে বাড়ি বাড়ি চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। বাজারেও ভিড় জমাচ্ছেন আমজনতা। তবে কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। ফল, সবজি থেকে মাছের দাম শুনেই মাথায় হাত গৃহস্থের।
লক্ষ্মীপুজোয় বাজার আগুন। কাঁচা সবজি থেকে ফল-ফুল সবকিছুই যেন দামে আগুন ঝরাচ্ছে। মধ্যবিত্তের নাগালের বাইরে ফলের দাম, অর্ধেক ব্যাগ ভর্তি করেই ফিরতে হচ্ছে বাড়িতে। বেশ কিছু ফলের দাম দুদিন আগে যা ছিল তার থেকে অনেকটাই বেড়েছে আজ। বাজারে আজ কলার দাম ৫ টাকা পিস, নারকেল ৮০ টাকা, এক কেজি আপেল ১০০ থেকে ১২০ টাকা, আঙ্গুর ফল ২০০ টাকা কেজি, কচি ডাব ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস, পানিফল ৬০ টাকা কেজি, খেজুর ১০০ টাকা কেজি। কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন সারতে কার্যত পকেট ফাঁকা মধ্যবিত্তের।
আরও পড়ুন: https://tribetv.in/police-deployment-ahead-of-durga-puja-carnival-droher-carnival/
আজ কোজাগরী লক্ষ্মীপুজো, ধনোদেবীর আরাধনায় মাতবেন সমগ্র সনাতনী ধর্মের মানুষেরা। পুজো হলেই সব থেকে আগে প্রয়োজন ফুল এবং ফলের। যেহেতু ফুল-ফলের চাহিদা রয়েছে প্রবল, তাই লক্ষ্মীপুজোর দিনে রাজ্যের একাধিক বাজার রীতিমত আগুন। মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ফলের দাম। যার কারণে অর্ধেক ব্যাগ ভর্তি করেই ফিরতে হচ্ছে বাড়িতে। দোকানদাররা জানাচ্ছেন, সকাল থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। যার কারণে অনেক কম আসছে ক্রেতা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে বিক্রেতাদের।