ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান পাঁচ ম্যাচের সিরিজের (Possible Indian XI for Final Test) পঞ্চম টেস্টটি ৩১ জুলাই থেকে ৪ আগস্ট লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে।
ওভালে হবে শেষ টেস্ট (Possible Indian XI for Final Test)
ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ওভাল মাঠে (Possible Indian XI for Final Test), ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা এই ম্যাচে ভারতীয় দল অন্তত চারটি পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পন্থ চোট পেয়ে ছিটকে গেলেন, সুযোগ পেতে পারেন ধ্রুব জুরেল (Possible Indian XI for Final Test)
চতুর্থ টেস্টের প্রথম দিনেই ম্যানচেস্টারে পায়ে চোট পান ঋষভ পন্থ (Possible Indian XI for Final Test)। সেই কারণে তিনি পঞ্চম টেস্টে খেলতে পারবেন না। তাঁর জায়গায় উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে সুযোগ পেতে চলেছেন ধ্রুব জুরেল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রবিবার জানিয়েছে, তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশনকে দলে নেওয়া হয়েছে পন্থের বদলি হিসেবে। তবে প্রথম একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে জুরেল।
বুমরাহ বিশ্রামে, ফিরতে পারেন আকাশ দীপ (Possible Indian XI for Final Test)
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রিত বুমরাহ ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলার পরিকল্পনায় ছিলেন। ইতিমধ্যে তিনি চারটির মধ্যে তিনটি খেলেছেন। সেই হিসেবে পঞ্চম টেস্টে তিনি খেলবেন না। দলের ম্যানেজমেন্ট তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে পারে। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে ভারতের অধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরের কাছে বুমরাহর খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, তাঁরা নির্দিষ্ট করে কিছু বলেননি। এর আগে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বুমরাহর পরিবর্তে খেলেছিলেন আকাশ দীপ। আবারও তিনিই শেষ টেস্টে তাঁর জায়গায় দলে ফিরতে পারেন।
আরও পড়ুন: Divya Deshmukh: দাবার ছকে ইতিহাস, বিশ্ব মঞ্চে দিব্যার দুরন্ত জয়!
আকাশ দীপ ও অর্শদীপকে নিয়ে জোর জল্পনা
দ্বিতীয় টেস্টে ১০টি উইকেট নেওয়া আকাশ দীপ চতুর্থ টেস্ট খেলতে পারেননি চোটের কারণে। ওল্ড ট্র্যাফোর্ডে সেই ম্যাচ ড্র হয়। দলে ছিলেন শার্দুল ঠাকুর ও অনশুল কাম্বোজ। কিন্তু দু’জনেই বল হাতে কোনও ছাপ ফেলতে পারেননি। তাঁদের ব্যর্থতায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট কুলদীপ যাদবকে দীর্ঘ নয় মাস পর দলে ফেরাতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে, বাঁহাতি পেসার অর্শদীপ সিংকেও টেস্ট অভিষেকের সুযোগ দেওয়া হতে পারে। অর্শদীপ ভারতের টি-টোয়েন্টি দলের সর্বোচ্চ উইকেটশিকারি। তিনি ম্যানচেস্টার টেস্টেও খেলতে পারতেন, কিন্তু প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে সেই সুযোগ হারান।
ব্যাটিং লাইনআপে স্থায়িত্ব, বাড়তি অলরাউন্ডারের প্রয়োজন নেই
ভারতের দলের শীর্ষ চারে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর অপরাজিত শতরান করায় ব্যাটিং গভীরতা বাড়াতে অতিরিক্ত অলরাউন্ডারের দরকার নেই। এই পরিস্থিতিতে ভারতীয় দল ওভালে চারজন মূল বোলার নিয়ে মাঠে নামতে পারে। তিনজন পেসার ও একজন অলরাউন্ডার নয়, বরং কুলদীপ, অর্শদীপ, আকাশ দীপ ও সিরাজকে বোলিং আক্রমণের কেন্দ্রে রাখা হতে পারে।
পঞ্চম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কুলদীপ যাদব, অর্শদীপ সিং, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।