ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রিয়াঙ্কা গান্ধী যখন প্রথম নামটি পড়ে শোনালেন (Face-Off In Lok Sabha), তখন ট্রেজারি বেঞ্চ চিৎকার করে উঠল “হিন্দু”। “ভারতীয়,” মিসেস ভাদ্রা উত্তর দিলেন।
অপারেশন সিঁদুর বিতর্কে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সাংসদ (Face-Off In Lok Sabha)
পাহালগামে জঙ্গিহানায় নিহত ২৫ জন ভারতীয়ের নাম লোকসভায় পড়ে শোনালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা (Face-Off In Lok Sabha)। এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে লোকসভায় সরকারপক্ষ এবং বিরোধীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের বৈসারণ উপত্যকায় পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হন। তাদের মধ্যে ছিলেন ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “আমি চাই, এই ২৫ জন ভারতীয়র নাম পড়ে শোনাতে। যাতে এই সংসদে বসা প্রতিটি সাংসদ বুঝতে পারেন, এঁরা আমাদের মতোই মানুষ ছিলেন, কোনও রাজনৈতিক দাবার গুটি নন। এঁরাও এই দেশের সন্তান। আমরা সবাই তাঁদের পরিবারের কাছে জবাবদিহি করতে বাধ্য। তাঁদের সত্য জানার অধিকার আছে।”
“ভারতীয়”, না “হিন্দু”? লোকসভায় বিতণ্ডা (Face-Off In Lok Sabha)
প্রিয়াঙ্কা গান্ধী প্রথম নামটি পড়ে শোনাতেই সরকার পক্ষের সাংসদরা “হিন্দু” বলে স্লোগান দিতে শুরু করেন (Face-Off In Lok Sabha)। বোঝাতে চান, হামলাটি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হয়েছে। জবাবে প্রিয়াঙ্কা বলেন, “ভারতীয়”। তাঁর দাবি ছিল, নিহতরা আগে ভারতীয়, ধর্ম পরে। এই মন্তব্য ঘিরেই শুরু হয় সরকার পক্ষ ও বিরোধী দলের মধ্যে প্রবল স্লোগান যুদ্ধ। প্রতিটি নামের পর সরকার পক্ষ থেকে “হিন্দু”, আর বিরোধীদের তরফে “ভারতীয়” বলে স্লোগান উঠতে থাকে।
“কেন ছিল না নিরাপত্তা?”— সরকারকে তীব্র আক্রমণ
অপারেশন সিঁদুর নিয়ে চলা বিশেষ আলোচনায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার বিভিন্ন বিষয়ে কথা বললেও, পাহালগামের এই জঙ্গি হামলা কেন এবং কীভাবে ঘটল, তার কোনও উত্তর দেয়নি।” তিনি উদ্ধৃত করেন নিহত শুভম দ্বিবেদীর স্ত্রীর বয়ান, যিনি স্বামীকে চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মরতে দেখেছেন। প্রিয়াঙ্কা বলেন, “যখন একের পর এক মানুষকে হত্যা করা হচ্ছিল, তখন সেখানে একজনও নিরাপত্তারক্ষী ছিলেন না। তিনি (শুভমের স্ত্রী) বলেছেন, ‘আমার চোখের সামনে আমার পুরো পৃথিবী শেষ হয়ে গেল। কোথাও একজনও সিকিউরিটি গার্ড ছিল না।’ কেন সেখানে কোনও নিরাপত্তা ছিল না?”
এলজি দায় স্বীকার করলেও, প্রশ্ন নেই!
প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, “জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হামলার দায় স্বীকার করেছেন। কিন্তু কেউ তাঁকে প্রশ্ন পর্যন্ত করেননি। এটা কি দায়িত্বজ্ঞানহীনতা নয়?” এই মন্তব্যের পরেও লোকসভায় উত্তেজনা বজায় থাকে। সরকার পক্ষ এই আক্রমণের জবাব না দিলেও, বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে।