Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাপান ও রাশিয়ার উপকূলে আছড়ে পড়ার পর, এবার সুনামির ঢেউ আছড়ে পড়েছে আমেরিকার উপকূলেও(Tsunami in US)। হাওয়াই দ্বীপপুঞ্জে বাজতে শুরু করেছে সতর্কতামূলক সাইরেন। হাওয়াইয়ের ওয়াহু দ্বীপে উপকূলবর্তী পার্কিং এলাকায় ৪ ফুট উঁচু ঢেউ ঢুকে পড়েছে। স্থানীয় মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু স্থানে। হালেইওয়া বোট হারবারে তোলা সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
ক্যালিফোর্নিয়ার উত্তরে সবচেয়ে বেশি প্রভাব (Tsunami in US)
সুনামির ঢেউ সবচেয়ে বেশি উচ্চতায় আছড়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার অ্যারিনা কোভ-এ (১.৬ ফুট)। ক্রেসেন্ট সিটি (১.৫ ফুট) ও মন্টেরেতে (১.৪ ফুট) সমুদ্রজলের উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সান ফ্রানসিস্কো বে এলাকা-সহ ক্যালিফোর্নিয়ার উত্তরাংশে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।
ওয়াশিংটন, ওরেগনেও জারি হয়েছে সতর্কতা (Tsunami in US)
সুনামির ঢেউ এখনো পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দিকে সীমাবদ্ধ থাকলেও, সম্ভাব্য বিস্তারের কথা মাথায় রেখে ওয়াশিংটন ও ওরেগন উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে(Tsunami in US)। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) সাধারণ মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। প্রশাসনের নির্দেশে সমুদ্রস্নান, মাছ ধরা বা যেকোনো ধরনের জলজ অ্যাক্টিভিটি বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: Military Operation : ভারতীয় সেনার ১০টি দুঃসাহসিক সামরিক অভিযান!
রাশিয়ার ভূমিকম্পের প্রভাব বিশ্বজুড়ে (Tsunami in US)
বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের (USGS Earthquakes) পরই সুনামি শুরু হয়। রাশিয়া, জাপান, চিন, ইকুয়েডর, পেরু-সহ বেশ কয়েকটি দেশে জারি হয় সুনামি সতর্কতা। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) সতর্কতা জারি করেছে পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপ ও ভানুয়াটু অঞ্চলেও।
বিপদ কিছুটা কেটেছে, তবুও সাবধান থাকার নির্দেশ (Tsunami in US)
আমেরিকার জরুরি বিভাগের মতে, সুনামির সবচেয়ে ভয়াবহ ঢেউ ইতিমধ্যে কেটে গিয়েছে। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি(Tsunami in US)। যাঁরা নিরাপদ স্থানে সরে গিয়েছিলেন, তাঁরা ধীরে ধীরে ফিরতে পারেন, তবে সমুদ্রের গতিপ্রকৃতি এখনও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আরও পড়ুন: Russia USA : ট্রাম্পের নতুন ‘চরম সময়সীমা’ মানতে অস্বীকার রাশিয়ার, ট্রাম্পকেই দুষলেন পুতিন!
পরিবেশবিদেরা জানিয়েছেন, সুনামির প্রাথমিক ঢেউয়ের পরে আরও কয়েক ঘণ্টা পর্যন্ত অস্বাভাবিক ঢেউ দেখা দিতে পারে। স্রোতের গতি ও উচ্চতা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি, যা হতে পারে ‘ভয়ঙ্কর’।
এই সুনামি ফের মনে করিয়ে দিচ্ছে— প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়। একমাত্র দ্রুত সতর্কতা, প্রশাসনিক প্রস্তুতি ও নাগরিক সচেতনতাই পারে এমন পরিস্থিতি মোকাবিলা করতে। ভবিষ্যতের জন্য এ যেন এক শক্তিশালী সতর্কবার্তা।