Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি অভিনেত্রী দেবলীনা দত্তর (Debolina Dutta) একটি কথা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। তিনি বলেছেন আলোকবর্ষাকে অত্যন্ত ভালবাসেন তিনি। কেন বললেন অভিনেত্রী এমন? তবে কী আলোকবর্ষাকে তিনি চেনেন? কী সম্পর্ক রয়েছে আলোকবর্ষার সাথে অভিনেত্রীর?
নানা রকম জল্পনা (Debolina Dutta)
তথাগত ও দেবলীনার (Debolina Dutta) সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই সমাজমাধ্যমে শিরোনামে দেখা যায়। ২০২১ সালে তাঁদের সম্পর্কে চিড় ধরে। যদিও আইনি মতে এখনও তাঁদের বিচ্ছেদ হয়নি। শুধুমাত্র মাথার ছাদ আলাদা হয়েছে। আলোকবর্ষার প্রসঙ্গে অভিনেত্রী দেবলীনা জানান, ‘আলোক বর্ষাকে যদি তথাগত ভালবাসে তাহলে তিনিও আলোক বর্ষাকে খুব ভালোবাসেন’। তিনি মনে করেন, তথাগত যেটাতে খুশি থাকেন, তিনিও সেটাতেই খুব খুশি থাকেন। আর অভিনেত্রীর এমন মন্তব্যে তৈরি হয়েছে নানা রকমের জল্পনা।
প্রেম জীবন নিয়ে আলোচনা (Debolina Dutta)
মাঝে দেবলীনার (Debolina Dutta) সাথে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল নানান গুঞ্জন। তবে সৌম্য ও দেবলীনা একে অপরের খুব ভালো বন্ধু বলেই জানিয়েছিলেন। অন্যদিকে তথাগতর সাথে বিবৃতির সম্পর্কের কথা মাঝে শোনা গিয়েছিল। তবে দু’জনেই সে বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি। পরিচালক তথাগত মুখোপাধ্যায় ‘রাস’ ছবির সেটে আলোকবর্ষা বসুর প্রেমে পড়েন। দুজনে এখন সম্পর্কে রয়েছেন। টলিপাড়ার বেশ কিছু অনুষ্ঠানে দুজনকে একসাথে দেখা গিয়েছে। তথাগত ও আলোকবর্ষার প্রেমজীবন নিয়ে আলোচনার শেষ নেই।
আরও পড়ুন: Tanusree Goswami: কাজ হারাতেই নতুন কাজের সুযোগ, টলিউডে ভাগ্যবতী তনুশ্রী!
ভালো মনের মানুষ
দেবলীনার তথাগত ও আলোকবর্ষাকে নিয়ে মন্তব্য দর্শকের কাছে পরিষ্কার। অন্যদিকে আলোকবর্ষার মতে, তিনি ,দেবলীনা ও তথাগত তিনজনই পোষ্যপ্রেমী। আর সেই দিক দিয়েই তাঁদের আলাপ হয়েছিল। তাঁর কথায়, তিন জনেই নিজেদের জীবন নিয়ে ভীষণ খুশি। আলোকবর্ষার মতে, দেবলীনার সাথে তেমন সম্পর্ক তাঁর না থাকলেও দেবলীনা খুব ভালো মনের মানুষ তা স্বীকার করেছেন।
আরও পড়ুন: Aamir Khan: ছবি নিয়ে চরম মিথ্যে কথা, করজোড়ে ক্ষমা চাইলেন আমির!
টলিপাড়ার গুঞ্জন
টলিপাড়ার গুঞ্জনে শোনা গিয়েছে, তথাগত ও আলোকবর্ষা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে এও শোনা গিয়েছে, আলোকবর্ষা ও তথাগত দুজনের মন দেওয়া নেওয়া মিটলে, দুজন দুজনকে বুঝলে তবেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।