ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নবান্নের(Nabanna) তিনতলায় চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও শক্তপোক্ত ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্য প্রশাসনের সদর দফতরে চালু হচ্ছে এক অত্যাধুনিক ডিজিটাল কন্ট্রোল রুম, যা সরাসরি নজর রাখবে জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজের উপর। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।
এডিজি-র অধীনে ২৪ ঘণ্টা নজরদারি(Nabanna)
নতুন এই কন্ট্রোল রুমটি তৈরি হচ্ছে নবান্ন(Nabanna)ভবনের তৃতীয় তলায়। এটি থাকবে রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা)-র অধীনে। প্রাথমিকভাবে এখানে কর্মরত থাকবেন একজন সাব-ইন্সপেক্টর, দুইজন এএসআই এবং ছ’জন কনস্টেবল। পরিষেবা চলবে ২৪ ঘণ্টা, তিনটি শিফটে ভাগ করে। নজরদারি, তথ্য সংগ্রহ এবং রিপোর্টিং—সব কিছুই হবে ডিজিটাল পদ্ধতিতে।
রাজ্যের সব জেলার উপর সরাসরি নজর(Nabanna)
এখন পর্যন্ত সিসিটিভি নজরদারি সীমাবদ্ধ ছিল কলকাতা পুলিশের কন্ট্রোল রুম পর্যন্ত। তবে এবার গোটা রাজ্যের হাজার হাজার সিসিটিভি ক্যামেরার ছবি সরাসরি দেখা যাবে নবান্ন(Nabanna) থেকেই। কয়েক মাস আগে একটি পৃথক মনিটরিং ইউনিট চালু হলেও, এবার তা আরও উন্নত প্রযুক্তি সহকারে রূপান্তরিত হচ্ছে কন্ট্রোল রুমে। রাজ্য প্রশাসনের মতে, বিরোধীদের লাগাতার অভিযোগ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা অশান্তির ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে রিয়েল টাইমে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: Calcutta High Court : ‘আজই FIR করুন’, আসানসোল পুরনিগমের বিরুদ্ধে কড়া নির্দেশ আদালতের
নিরাপত্তাই প্রধান লক্ষ্য
নবান্ন সূত্রে খবর, এই কন্ট্রোল রুমের প্রধান লক্ষ্য রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করা। কোথাও হঠাৎ করে গণ্ডগোল বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুততার সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এছাড়া, অপরাধ বিশ্লেষণ, তদন্তে সহায়তা এবং নথি সংরক্ষণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি সংযোজন করে এই কন্ট্রোল রুমকে রাজ্যের কেন্দ্রীয় নজরদারি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সবমিলিয়ে, নবান্নে চালু হওয়া এই নতুন উদ্যোগ রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করতে চলেছে।
আরও পড়ুন: Green Line Metro: এবার চালকবিহীন মেট্রো চলবে কলকাতায়, প্রথম পরীক্ষার দিন সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইনের পরিষেবা