ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহর কলকাতা সহ শহরতলি জলমগ্নই রইল জুন-জুলাই। অগাস্টেও নেই রেহাই। রাজ্যজুড়ে চলছে দফায় দফায় ভারী বর্ষণ। মাঝে মধ্যে মেঘ সরে গিয়ে রোদের ঝলক দেখা দিলেও, তা হয়েছে ক্ষণস্থায়ী। কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্ত। সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব তো রয়েছেই। শ্রাবণের ভরা বর্ষায় একেবারে নাজেহাল বঙ্গবাসী। তবে এবার স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস। কমবে বৃষ্টির দাপট?
দক্ষিণবঙ্গে সাময়িক বৃষ্টির বিরতি, বাড়বে অস্বস্তি
দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আপাতত স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পরিমাণে তা খুব একটা বেশি হবে না। ফলে সাময়িকভাবে বৃষ্টি কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই পূর্বাভাস (Landslide Alert for North bengal)।
আরও পড়ুন: Kolkata: সপ্তাহান্তের শুরুতেই বৃষ্টি, জানুন আজকের আবহাওয়া…
কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৫ থেকে ৯৬ শতাংশ, যা আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি আরও কমে যাবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে গরমে অস্বস্তির মাত্রাও বাড়তে পারে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে যাত্রাপথে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ধসের আশঙ্কা (Landslide Alert)
অন্যদিকে, একেবারেই ভিন্ন ছবি উত্তরবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Landslide Alert) সতর্কতা জারি করা হয়েছে। এইসব এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Record rainfall in Kolkata: জুলাইয়ে রেকর্ড বৃষ্টি কলকাতায়, গত ৫ বছরেও হয়নি এমন!
রবিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে বৃষ্টি হবে। এর প্রভাবে তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাবে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস (Landslide Alert) নামার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহার ও উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা থেকে ঘূর্ণাবর্ত সরে গিয়েছে। তবে এখনও পঞ্জাব, তামিলনাড়ু ও পূর্ব উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে লখনউ, গোরক্ষপুর, পাটনা, পূর্ণিয়া, বহরমপুর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলেই উত্তরবঙ্গে টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।