ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা রক্তের (Bollywood Friendship) নয়, কিন্তু হৃদয়ের টানেই গড়ে ওঠে। ২০২৫ সালের ৩ আগস্ট পালিত হয় ফ্রেন্ডশিপ ডে, আর এই বিশেষ দিনে বলিউডের তারকাদের পর্দার বাইরের বন্ধুত্বগুলোর কথা না বললেই নয়। চলুন জেনে নেওয়া যাক এমনই ৭টি বন্ধুত্বের গল্প—
শাহরুখ খান ও করণ জোহর (Bollywood Friendship)
এই দুই সুপারস্টারের বন্ধুত্ব শুরু হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে (Bollywood Friendship) যায়েঙ্গে’র সেটে। প্রায় তিন দশক ধরে চলে আসা এই সম্পর্ক আজও সমানভাবে গভীর ও দৃঢ়। করণ জোহরের পরিচালনায় শাহরুখ অভিনয় করেছেন বহু ছবিতে, এবং বাস্তব জীবনে তারা পরস্পরের খুব ভালো বন্ধু।
শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান (Bollywood Friendship)
শ্রদ্ধা ও বরুণের বন্ধুত্ব ছোটবেলা (Bollywood Friendship) থেকেই। দুজনেই অভিনয় করেছেন ‘ABCD 2’ ও ‘Street Dancer 3D’-তে। তাদের বন্ধুত্ব সব সময়ই ছিল প্রাণবন্ত, যা আজকের প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত।
সালমান খান ও অজয় দেবগন
‘হাম দিল দে চুকে সনম’ ও ‘লন্ডন ড্রিমস’-এ একসঙ্গে কাজ করা এই দুই তারকার পর্দার বাইরেও বন্ধুত্ব খুব গভীর। তারা একে অপরের জন্মদিন কোনওদিনই ভুলে যান না, আর সেটাই প্রমাণ করে তাদের বন্ধুত্ব কতটা আন্তরিক।
অক্ষয় কুমার ও সুনীল শেট্টি
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি অক্ষয় ও সুনীল। অক্ষয় জানিয়েছেন, সুনীল তাকে তার প্রয়াত কাজিন উল্লাসের কথা মনে করিয়ে দেন। তাদের মধ্যে এক অদ্ভুত আবেগী সম্পর্ক রয়েছে, যা বহু বছর ধরে টিকে আছে।
প্রীতি জিন্টা ও ঐশ্বর্যা রাই বচ্চন
প্রায়শই সোশ্যাল মিডিয়ায় প্রীতি তার প্রিয় বান্ধবী ঐশ্বর্যার প্রশংসা করে থাকেন। দুই তারকার এই বন্ধুত্ব বহুদিন ধরে চলে আসছে এবং এই জুটি বন্ধুত্বের এক আদর্শ উদাহরণ।
কারিনা কাপুর খান, মালাইকা ও অমৃতা অরোরা
কারিনাকে প্রায়শই দেখা যায় তার ঘনিষ্ঠ বান্ধবী মালাইকা ও অমৃতার সঙ্গে সময় কাটাতে। সঙ্গে থাকেন তার বোন করিশমা কাপুরও। এই ‘গার্ল গ্যাং’-এর বন্ধুত্ব বলিউডে এক আলাদা জায়গা তৈরি করেছে।
কিয়ারা আদবানি ও ঈশা আম্বানি
স্কুল জীবন থেকেই বন্ধু কিয়ারা ও ঈশা। সম্প্রতি তারা একসঙ্গে ধরা দেন অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানে। তাঁদের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।
আরও পড়ুন: IND vs ENG 2025: বাকি আর দু’দিন, সিরিজ ড্র করার পথে কি বাধা হয়ে দাঁড়াবে ইংল্যান্ড-এর আবহাওয়া?
বলিউড তারকাদের এই আন্তরিক সম্পর্কগুলো প্রমাণ করে, বন্ধুত্ব কেবল সিনেমার গল্প নয়-বাস্তব জীবনেও এক চিরন্তন অনুভব।