ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৫০০ টাকার নোট বন্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নতুন জল্পনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে (Fact Check)। সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা এই বার্তা সম্পর্কে সরকারি ভাবে কী জানানো হয়েছে আসুন জেনে নেওয়া যাক।
৫০০ টাকার নোট বন্ধ (Fact Check)
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ৫০০ টাকার নোট বন্ধ হওয়ার মত খবর (Fact Check) যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা, উঠে আসছে নোট বাতিলের স্মৃতি। এই খবরে আরও বলা হয়েছে ৫০০ টাকার নোট ব্যবহার না করার কথা এবং ভবিষ্যতে এটিএমের মাধ্যমে কেবল ১০০ ও ২০০ টাকার নোটই পাওয়া যাবে। যা নিয়ে অবশেষে মুখ খুলেছে সরকার এবং সরকারি ভাবে জানানো হয়েছে এই খবরের সত্যতা সম্পর্কে।

আরও পড়ুন : Parenting: একগুঁয়ে সন্তানকে সহবত শেখাতে অভিভাবকদের ‘সহজ-পাঠ’
এই নিয়ে সরকারি বিবৃতি (Fact Check)
২০১৬ সালের নোট বাতিলের কথা এখনও মানুষ ভুলতে পারে নি, হঠাৎ করেই একদিন জানানো হয় ১০০০ টাকার নোট ও সেই সময় প্রচলিত ৫০০ টাকার নোট বাতিল হতে চলেছে। তারপরের ব্যাঙ্ক হোক বা এটিএম সর্বত্রই মানুষের লম্বা লাইন পড়ে যায় এবং সেই স্মৃতি যে খুব সুখকর ছিল না সেটা এই বার্তা সামনে আসতেই মানুষের শুরু হওয়া জল্পনা এবং আতঙ্ক থেকেই স্পষ্ট। তবে সরকারি ভাবে জানানো হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটি আসলে ‘অসত্য’। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই ধরনের কোনও নির্দেশ জারি করা হয়নি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটিকে প্রতারণামূলক বলেও অভিহিত করা হয়েছে। RBI-এর তরফ থেকে এরকম কোনও নির্দেশিকা জারি করা হয়নি, তার সাথে এও জানানো হয়েছে যে ৫০০ টাকার নোট বৈধ থাকবে বলে। সরকারি তরফে এর সাথে আরও বলা হয়েছে যে ‘এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা দেবেন না’।
এইরকম একটি বার্তা গত মাসেও ছড়িয়ে পড়েছিল নানান সামাজিক মাধ্যমে। সুতরাং গুজবে কান দেবেন না বরং এরকম কোনও বার্তা পেলে সরকারি বিবৃতি বা সরকারি সূত্র মারফত খবরের সত্যতা যাচাই করুন।