ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতার ৭৭ বছর পরও এমন ছবি? ঘাটালের বন্যায় (Ghatal Flood) মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে ভেলায় করে! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল যেন বর্তমানে এক মানবিক বিপর্যয়ের চিত্রপট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা), যা দেখে স্তব্ধ নেটিজেনরা। বন্যায় জলমগ্ন ঘাটালে এক মৃত মহিলার দেহ কলার ভেলায় চাপিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার করুণ দৃশ্য তীব্র আলোড়ন তুলেছে।
নৌকা নেই, সাঁতারে ভেসেই শ্মশানযাত্রা (Ghatal Flood)
ঘটনাটি ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের। পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রী মনসা চৌধুরী এদিন মারা যান। কিন্তু ঘাটাল এখন বন্যার কবলে একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপ। রাস্তাঘাট ডুবে গেছে জলের তলায় (Ghatal Flood)। ফলে দেহ নিয়ে যাওয়ার মতো কোনও গাড়ি বা নৌকাও পাওয়া যায়নি।
আরও পড়ুন:North Bengal: দক্ষিণে ‘বৃষ্টি-বিরতি’ চললেও রেহাই নেই উত্তরবঙ্গে, টানা বৃষ্টিতে প্লাবনের আশঙ্কা!
পরিবার এবং আত্মীয়রা নিরুপায় হয়ে কলা গাছ দিয়ে বানানো ভেলা তৈরি করেন। মৃতদেহটি ভেলায় চাপিয়ে প্রায় তিন কিলোমিটার জলপথ পাড়ি দেন তাঁরা। কেউ সাঁতরে ভেলা টেনে নিয়ে যান, কেউ পাশে পাশে ভেসে যান। সেই করুণ শ্মশানযাত্রার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাপে পড়েছে প্রশাসন।
“মরেও শান্তি নেই”— আর্তনাদ ঘাটালবাসীর (Ghatal Flood)
এই ঘটনার পর সাধারণ মানুষের প্রশ্ন, “এই কি উন্নয়নের ছবি?” স্বাধীনতার এত বছর পরেও একটি পৌর শহরে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ভরসা কলার ভেলা? ঘাটালবাসী বলছেন, শুধুই এই একটি নয়, গত দেড় মাস ধরে এমনই ছবি বারবার দেখা যাচ্ছে। কাছাকাছি কোনও শ্মশানে পৌঁছনোর রাস্তা না থাকায়, জলের মধ্যে নৌকা না পেয়ে বহু পরিবার বাধ্য হচ্ছেন এভাবে দেহ বহনে।
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নেই প্রশাসনিক নজর?
প্রায় দেড় মাস ধরে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় (Ghatal Flood)। অথচ এখনো পর্যন্ত মেলেনি কার্যকরী জলনিকাশি ব্যবস্থা বা নৌকার পর্যাপ্ত সরবরাহ। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ জীবিত অবস্থায় যেমন দুর্ভোগ, তেমনি মৃত্যুর পরেও নেই স্বস্তির পরিণতি।
আরও পড়ুন:Maniktala: উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো রাজবাড়ি, আহত পাঁচ
সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “জীবন-মৃত্যুর এমন অসম্মান কল্পনাতীত”, কেউ বা সরাসরি প্রশ্ন করেছেন, “৭৭ বছর পরও এই চিত্র কেন?” অনেকেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঘাটালের দ্রুত পুনর্গঠনের দাবি তুলেছেন।