ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভুবনেশ্বর ওড়িশার গজপতি জেলার মালাসাপাদা গ্রামে এক মর্মান্তিক ও ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে (Brutal Murder) শনিবার রাতে। ‘কালাজাদু’ করার সন্দেহে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে।
বছর পঁইত্রিশের এক যুবককে নির্মমভাবে হত্যা করল গ্রামবাসীদের একাংশ। শুধু খুন করেই ক্ষান্ত হয়নি তারা—নৃশংসভাবে কেটে নেওয়া হয় তাঁর যৌনাঙ্গও। পরে দেহ ফেলে দেওয়া হয় পাশের হারাভাঙ্গি জলাধারে (Brutal Murder) ।
কে ছিলেন এই যুবক ?
নিহত যুবক পেশায় পশুপালক ছিলেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের এক প্রান্তে থাকতেন, এবং মূলত নিজের কাজে ব্যস্ত থাকতেন বলে জানা গেছে। সম্প্রতি গ্রামে এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়। তার পর থেকেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, ওই যুবকই নাকি কালা জাদুর মাধ্যমে ওই মহিলাকে মেরে ফেলেছেন।

ভয়াবহ হত্যালীলা (Brutal Murder)
এই অভিযোগের জেরে আতঙ্কে তিনি স্ত্রী-পরিবারকে নিয়ে গঞ্জম জেলায় শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। তবে তাঁর পালিত গরু, বাছুর ও ছাগলদের দেখভালের জন্য শ্যালিকাকে মালাসাপাদায় রেখে গিয়েছিলেন। শনিবার, প্রাণীগুলোকে নিয়ে যেতে তিনি একাই গ্রামে ফিরে আসেন। তখনই কিছু গ্রামবাসী তাঁকে ধরে ফেলে, জোর করে তুলে নিয়ে যায় একটি নির্জন এলাকায়।
পরের দিন কি হলো ? (Brutal Murder)
রবিবার সকালে তাঁর দেহ ভেসে ওঠে জলাধারে। স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে অকল্পনীয় বর্বরতার চিত্র। পুলিশ ইতিমধ্যেই ১৪ জন গ্রামবাসীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন : Weather Update: বঙ্গজুড়ে বৃষ্টির দাপট, উত্তর-দক্ষিণে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস?
এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এবং চাঞ্চল্য (Brutal Murder) । প্রশাসনের তরফে মানুষকে অন্ধবিশ্বাস থেকে বিরত থাকতে এবং আইন হাতে না তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।