ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আবারও তৎপরতার ছবি (Jammu and Kashmir Border)। বিএসএফের হাতে পাকড়াও হল এক সন্দেহভাজন যুবক। ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে। বাহিনীর সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই যুবকের গতিবিধি নিরাপত্তা বাহিনীর নজরে ছিল। সম্প্রতি তার মোবাইল ফোন থেকে একাধিক কলের রেকর্ড মেলে, যা করা হয়েছিল পাকিস্তানের নম্বরে। এই তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়।
কল রেকর্ডে ধরা সন্দেহের সূত্র (Jammu and Kashmir Border)
সূত্রের খবর, ওই যুবকের ফোন থেকে যে কলের তথ্য পাওয়া গিয়েছে, তা সীমান্তপারের কারও সঙ্গে নিয়মিত যোগাযোগের ইঙ্গিত দিচ্ছে। ঠিক কারা এই যোগাযোগের পেছনে রয়েছে এবং তারা কোনও জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি না, তা এখন খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি।
এসওজি-র জিজ্ঞাসাবাদ শুরু (Jammu and Kashmir Border)
আটক যুবককে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে উপত্যকার পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)। তাদের মূল লক্ষ্য পাকিস্তানের সঙ্গে যোগাযোগের উৎস খুঁজে বের করা। এছাড়া দেখা হচ্ছে, ওই যুবক কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল কি না, অথবা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে সাহায্য করার মতো কোনও নেটওয়ার্কের অংশ কি না।
নাম-পরিচয় গোপন, নিরাপত্তা আরও জোরদার (Jammu and Kashmir Border)
তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত যুবকের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনী (INDIAN ARMY) জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক যেকোনও কার্যকলাপের ওপর রাখা হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি।

পুনরাবৃত্তি ঘটার ইঙ্গিত (Jammu and Kashmir Border)
এটি নতুন ঘটনা নয়। এর আগে গত মার্চ মাসে হীরানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত পারাপারের সময়ও এক যুবককে গ্রেফতার করেছিল নিরাপত্তা বাহিনী(Jammu and Kashmir Border)। ক্রমাগত এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি গোয়েন্দা মহলে উদ্বেগ বাড়াচ্ছে। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত, পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে প্রতিটি ঘটনা তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা (Jammu and Kashmir Border)
অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের যোগাযোগ সাধারণত বড় কোনও জঙ্গি ষড়যন্ত্রের পূর্বাভাস হতে পারে। সীমান্ত অঞ্চলে সক্রিয় স্লিপার সেল বা হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা জরুরি। এমনকি চোরাচালান, অস্ত্র সরবরাহ বা তথ্য আদান-প্রদানের মতো কার্যকলাপের সূত্রও এখান থেকে পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: Russia China Navy Dril : জাপান সাগরে রাশিয়া-চিনের যৌথ ডুবোজাহাজবিরোধী মহড়া!
নজরদারি আরও বাড়ছে (Jammu and Kashmir Border)
প্রশাসন জানিয়েছে, বিএসএফ এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে, বাড়ছে ড্রোনের ব্যবহারও(Jammu and Kashmir Border)। পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে জম্মু-কাশ্মীরের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বারবার ব্যর্থ করেছে ভারতীয় বাহিনী। কিন্তু নতুন প্রযুক্তি এবং যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই নেটওয়ার্ক আরও চতুর হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই গোয়েন্দা ও প্রতিরক্ষা মহল এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।