ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির সময় (Cooch Behar) নবজাতকের কপালে পড়ে যায় ধারালো অস্ত্রের আঘাত।ওই আঘাতে শিশুর মাথায় দুটি সেলাই দিতে হয় ।
কবে ও কোথায় (Cooch Behar)
ঘটনাটি ঘটে রবিবার (৩ আগস্ট) দুপুর নাগাদ। স্থান, দিনহাটা মহকুমা হাসপাতাল, কোচবিহার ।
কারা আক্রান্ত
প্রসূতির নাম বিউটি খাতুন, স্বামী সালাম মিঞা, ঠিকানা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকা।

কীভাবে ধরা পড়ল ঘটনাটি
সন্তান জন্মের পর বাড়ির লোক নবজাতককে দেখতে চাইলে চিকিৎসকেরা প্রথমে গড়িমসি করেন । পরে চাপের মুখে শিশুকে দেখানো হলে পরিবারের চোখে পড়ে মাথায় ব্যান্ডেজ। এরপরই চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে।
পরিবার ও পুলিশের ভূমিকা
পরিবার শিশুর কপালে ক্ষত দেখে ক্ষোভে ফেটে পড়ে(Cooch Behar ), ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।সালাম মিঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন (Cooch Behar )।
হাসপাতালের বক্তব্য
হাসপাতাল সূত্রে দাবি, এটি ছিল “ক্রিটিকাল ডেলিভারি” (Cooch Behar) । অস্ত্রোপচারের সময় “অনিচ্ছাকৃতভাবে” ধারালো অস্ত্র লেগে যায় শিশুর কপালে। সেলাই দিয়ে ক্ষত বন্ধ করা হয়, বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ।
হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান, ঘটনার পরেও কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নয়। যদিও প্রসূতির পরিবার যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যবিভাগের নজরদারি, হাসপাতালের গাফিলতি ও প্রসূতির অধিকার বিষয়েও আলোচনার প্রয়োজন রয়েছে ।