ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা শহরে আবার (Cholera in Kolkata) ধরা পড়ল কলেরা সংক্রমণের ঘটনা। শহরের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কলেরার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে চার বছরের এক শিশুকন্যা। সূত্রের খবর, শিশুটির বাড়ি দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায়। তার শরীরে জ্বর, পেটে যন্ত্রণা ও বমির মতো উপসর্গ দেখা দেওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ডায়রিয়ার সম্ভাবনা! (Cholera in Kolkata)
প্রথমে চিকিৎসকেরা ডায়রিয়ার সম্ভাবনা মনে (Cholera in Kolkata) করলেও, পরবর্তী শারীরিক পরীক্ষার পর নিশ্চিতভাবে ধরা পড়ে শিশুটি কলেরায় আক্রান্ত। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সমস্ত প্রয়োজনীয় মেডিক্যাল প্রোটোকল অনুসরণ করেই তার চিকিৎসা চলছে। তবে কীভাবে শিশুটির দেহে কলেরার জীবাণু প্রবেশ করল, তা এখনও স্পষ্ট নয়।
রোগ ছড়ানোর ঝুঁকি কোথায় বেশি? (Cholera in Kolkata)
কলেরা একটি জলবাহিত ও অত্যন্ত সংক্রামক (Cholera in Kolkata) রোগ। মূলত দূষিত জল বা খাবারের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে। বর্ষার সময় এই রোগের প্রকোপ অনেকাংশে বেড়ে যায়। কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরে যেখানে নিকাশি ব্যবস্থার সমস্যা এখনও প্রকট, সেখানে এমন সংক্রমণের আশঙ্কা সবসময় থেকেই যায়। বিশেষ করে বস্তি অঞ্চল বা নিচু জায়গাগুলিতে যেখানে জল দাঁড়িয়ে থাকে, সেখানেই এই ধরনের রোগ ছড়ানোর ঝুঁকি বেশি।
দ্বিতীয় কলেরা সংক্রমণের ঘটনা
চলতি মৌসুমে এটি কলকাতার দ্বিতীয় কলেরা সংক্রমণের ঘটনা। এর আগে ৭ জুলাই পিকনিক গার্ডেন রোড এলাকার এক যুবক একই রকম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং পরীক্ষায় তাঁর শরীরেও কলেরার জীবাণু পাওয়া যায়। এই দুই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। স্বাস্থ্য দফতর ও পুরসভা এলাকাগুলিতে সাফাই ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: Flyover in Patna: এক মাসেই উড়ালপুলে ফাটল! সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ!

রোগ প্রতিরোধের মূল উপায়
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে পানীয় জলের বিশুদ্ধতা বজায় রাখা এবং খাদ্য পরিষ্কার রাখাই এই রোগ প্রতিরোধের মূল উপায়। শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। তাই জল ফুটিয়ে খাওয়া, রাস্তার খাবার এড়ানো এবং হাত ধোয়ার অভ্যাসকে এখন অপরিহার্য বলা যেতে পারে।