ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: SBI-এর এই পরিবর্তন সরাসরি গ্রাহকদের উপর প্রভাব ফেলতে চলেছে, বিমান ভ্রমণে সুরক্ষার জন্য যাঁরা এই সুবিধার (SBI Credit Card Policy) উপর নির্ভরশীল ছিলেন তাঁদের উপর এর প্রভাব বেশি পড়বে।
ক্রেডিট কার্ড নীতি পরিবর্তন (SBI Credit Card Policy)
ক্রেডিট কার্ড ব্যবহার করা মানুষের সংখ্যা কম না এবং ঘুরতে যাওয়া হোক বা কাজে বিমানে যাওয়া-আসা করা মানুষের সংখ্যাও যথেষ্ট। বাকি বিমার মতো একটা বিমা হলো বিমান দুর্ঘটনা বিমা (SBI Credit Card Policy)। আপনিও যদি ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন এবং বিমান দুর্ঘটনার বিমা কভারের সুবিধা নিয়ে থাকেন তাহলে ২০২৫ অগাস্ট থেকে যে নীতির পরিবর্তন আসছে সেটা সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে।
SBI কার্ড ১১ আগস্ট, ২০২৫ থেকে তার প্রধান ক্রেডিট কার্ডগুলিতে উপলব্ধ বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা (SBI Credit Card Policy) সুবিধা বন্ধ করতে চলেছে। এখনও পর্যন্ত SBI-এর অনেক প্রিমিয়াম এবং কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে ১ কোটি টাকা বা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা পাওয়া যেত যা ১১ অগাস্ট থেকে বন্ধ হতে চলেছে।

বন্ধ হওয়া কার্ডের তালিকা (SBI Credit Card Policy)
১ কোটি টাকার বিমা কভার সহ কার্ড
SBI Card ELITE
SBI Card Miles ELITE
SBI Card Miles PRIME
UCO Bank SBI Card ELITE
Central Bank of India SBI Card ELITE
Alahabad Bank SBI Card ELITE
PSB SBI Card ELITE
Karur Vishya Bank (KVB) SBI Card ELITE
KVB SBI Signature Card
৫০ লক্ষ টাকার বিমা কভার সহ কার্ডগুলি বন্ধ করা হচ্ছে:
SBI Card PRIME
SBI Card Pulse
UCO Bank SBI Card PRIME
Central Bank of India SBI Card PRIME
PSB SBI Card PRIMEKVB SBI Card PRIME
KVB SBI Platinum Credit Card
South Indian Bank SBI Card PRIME
South Indian Bank SBI Platinum Credit Card
Karnataka Bank SBI Card PRIME
Karnataka Bank SBI Card PRIME
Karnataka Bank SBI Platinum Credit Card
City Union Bank SBI Card PRIME
UBI SBI Platinum Credit Card
OBC SBI Visa Platinum Card
Federal Bank SBI Platinum Credit Card
তবে বিশেষজ্ঞদের মতে এই সুবিধাটি (SBI Credit Card Policy) আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই বাজারে উপলব্ধ ব্যক্তিগত ভ্রমণ বা ব্যক্তিগত দুর্ঘটনা বিমা পলিসি দেখুন।