ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রাম্পের পরমাণু হুমকির (Russia vs America) পর পাল্টা জবাব রাশিয়ার। তবে কি আবার নতুন করে বাজছে যুদ্ধের যুদ্ধের দামামা? আমেরিকাকে সতর্ক করে বার্তা দিলো রাশিয়া।
কী বললো রাশিয়া (Russia vs America)
রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের আঁচ এখন গোটা বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই তাঁর বিরক্তি প্রকাশ করেছে রাশিয়ার কাজের উপর এবং বহুবার যুদ্ধবিরতির কথাও বলেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যা অত্যন্ত ‘বিরক্তিকর ও জঘন্য’ বলে জানিয়েছেন ট্রাম্প।
আরও পড়ুন: Sleeping Thief: চুরি করতে এসে বিছানায় ঘুম! কানপুরে হাস্যকর কাণ্ডে ধরা পড়ল ‘ঘুমকাতুরে চোর’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু হুমকির পর তার পাল্টা জবাব দিতে ছাড়ে নি রাশিয়া (Russia vs America)। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ‘আমরা কোনও বিতর্কে জড়াতে চাই না, শুধু এটা বলবো সবাই সতর্ক হন। এর থেকে বেশি কিছু বলতে চাই না। এটা প্রচন্ড সংবেদনশীল একটি বিষয়, আমরা কোনও সংঘাতে জড়াতে চাই না।’ তিনি কারোর নাম না করে এই কথা বলার সাথে এও যোগ করেন ‘আমাদের দেশের প্রেসিডেন্টই শেষ কথা বলেন’। এর মাধ্যমে রাশিয়ার তরফে যে বার্তা দেওয়া হয়েছে সেটা স্পষ্ট। রাশিয়া এই মুহূর্তে অন্য কারোর কথা বা হুমকি যে মুখ বুজে সয্য করবে না সেটাও পরিষ্কার এই বক্তব্যে।

কয়েকদিন আগেই রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন ‘রাশিয়া অত্যন্ত উস্কানীমূলক কথা বলছে, মনে রাখতে হবে প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং রাশিয়ার বলা কথার জন্য ফল ভোগ করতে হবে রাশিয়াকে (Russia vs America)। এরপর ট্রাম্প আরও যোগ করেন যে আমি সঠিক স্থানে পরমাণু বোমা বহনে সক্ষম দুটি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।’ এখানেই থামেন নি সাথে ভারত ও রাশিয়ার উপর চড়া শুল্ক চাপিয়ে দুই দেশের অর্থনীতিকে ‘মৃত’ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ পরিস্থিতিতে (Russia vs America) প্রতিবেশী দেশগুলোর মধ্যেও চলছে অস্থিরতা। বিশ্ব রাজনীতি উত্তাল এই যুদ্ধের পরিস্থিতিতে। সব দেশই তাকিয়ে আছে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় এবং কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয় কিনা দুই দেশের মধ্যে।