ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি (Uttarkashi Flash Flood) এলাকায় মঙ্গলবার ভোরে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানের প্রবল জলস্রোতে গ্রামগুলির বহু বাড়িঘর, হোটেল ও দোকান কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনও পর্যন্ত অন্তত ৫০ জন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও মনে করা হচ্ছে। যদিও সরকারি ভাবে মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।
উত্তরকাশী পুলিশ জানিয়েছে…(Uttarkashi Flash Flood)
স্থানীয় পুলিশ, এসডিআরএফ, সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ (Uttarkashi Flash Flood) শুরু করেছে। উত্তরকাশী পুলিশ জানিয়েছে, হরসিল অঞ্চলের ক্ষীরগাধ নদীর জলস্তর হঠাৎই বিপজ্জনকভাবে বেড়ে যায়, যার ফলে ধারালিতে প্রবল এই ধ্বংসযজ্ঞের শুরু হয়। প্রত্যক্ষদর্শী রাজেশ পনওয়ার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রায় ১০-১২ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। এছাড়া প্রায় ২০-২৫টি হোটেল ও হোমস্টে জলের তোড়ে ভেসে গেছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ (Uttarkashi Flash Flood)
ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির (Uttarkashi Flash Flood) সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং আইটিবিপি ও এনডিআরএফ বাহিনীকে অবিলম্বে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার জানায় যে উত্তরাখণ্ডের নির্দিষ্ট কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, এবং সেটাই এই ভয়াবহ বিপর্যয়ের রূপ নেয়।
একাধিক বিপর্যয়ের খবর
এদিকে রাজ্যের অন্যান্য এলাকাতেও লাগাতার বৃষ্টির কারণে একাধিক বিপর্যয়ের খবর পাওয়া গেছে। হালদওয়ানির কাছে ভয়াবহ স্রোতে একজন ভেসে গেছেন এবং ভুজিয়াঘাট এলাকায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি রুদ্রপ্রয়াগে একটি ভূমিধসের ঘটনায় দুটি দোকান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উত্তর ভারতের হিমালয় ঘেঁষা রাজ্যগুলিতে টানা বর্ষণের ফলে জলস্ফীতি চরমে উঠেছে। হরিদ্বারে গঙ্গা ও কালী নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। গঙ্গোত্রীর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আরও জানা গেছে, ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে এবং বহু রাস্তা জলের নিচে তলিয়ে গেছে।