ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১২টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে চলেছে সূর্যগ্রহণের প্রভাব (Solar Eclipse 2025) , ১২টি রাশির মধ্যে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর এর বিশেষ প্রভাব পড়তে চলেছে
সূর্যগ্রহণ ও তার প্রভাব (Solar Eclipse 2025)
জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখলে ২০২৫ সালের সেপ্টেম্বরের সূর্যগ্রহণটির বিশেষ গুরুত্ব রয়েছে। যার প্রভাব পড়তে চলেছে বেশ কিছু রাশির উপর। ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ হবে ২১ সেপ্টেম্বর, রবিবার। এই গ্রহণটি বলয় গ্রহণ হবে। গ্রহণটি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে দেখা যাবে। যদিও এই গ্রহণ ভারতে দেখা যাবে না। তবে এর জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব অবশ্যই সমস্ত রাশিচক্রের উপর পড়বে, কারোর কম আবার কারোর বেশি।
২০২৫ সালের ২১ সেপ্টেম্বর যে সূর্যগ্রহণ হবে হতে চলেছে সেটি কন্যা এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে (Solar Eclipse 2025)। তাই এর প্রধান প্রভাব বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর পড়বে। কন্যা ছাড়াও মিথুন, মীন এবং ধনু রাশির জাতক জাতিকাদেরও সতর্ক থাকতে হবে এই সময়।
আরও পড়ুন: SBI Credit Card Policy: স্টেট ব্যাঙ্কের নয়া নীতি, ১১ অগাস্ট থেকে বন্ধ হতে চলেছে এই সুবিধা
কন্যা রাশি
এই গ্রহণ কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়াতে পারে তাছাড়া আত্মবিশ্বাসের অভাব ঘটতে পারে এই সময়। সব কাজে বাধা সৃষ্টি হতে পারে। এই সময় কোনোরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকাই ভাল।
মীন রাশি
মীন রাশির জাতকদের কেরিয়ার এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। নানা বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে মনের মধ্যে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়গুলির প্রতি বিশেষ যত্নবান হতে হবে। এই সময়ে অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে যাওয়াই ভাল।
ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য, এই গ্রহণ সম্পর্ক এবং আইনি বিষয়ে প্রভাব ফেলতে পারে। জীবনে নানা কারণে উত্তেজনা সৃষ্টি হতে পারে। কোনও নথিতে সই করার আগে সাবধান থাকবেন এবং খুব ভাল করে না পড়ে সই না করাই ভাল।
ডিসক্লেমার: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে (Solar Eclipse 2025) সেই সংক্রান্ত কোনো মতামত ট্রাইব টিভির নয়। এখানে দেওয়া পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।