Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া ধারালী (Flash Flood in Uttarakhand) একসময় ছিল পর্যটকদের প্রিয় গন্তব্য। উত্তরকাশীর হর্ষিল উপত্যকায়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০৫ ফুট উচ্চতায় অবস্থিত এই শান্ত-নিরিবিলি গ্রামটি হর্ষিল ও গঙ্গোত্রীর মাঝে পড়ে। এই জায়গাটি হর্ষিল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। কিন্তু মঙ্গলবার সকালেই ছবিটা সম্পূর্ণ বদলে যায়। যে ধারালী ছিল ছুটি কাটানোর স্বপ্নের জায়গা, সেই জায়গা কয়েক সেকেন্ডের মধ্যেই পরিণত হয় এক ভয়ংকর মৃত্যুপুরীতে।
৩০ সেকেন্ডের মধ্যেই সব শেষ (Flash Flood in Uttarakhand)
১২৬০০ ফুট উচ্চতায় একের পর এক মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্টি হয় ভয়াল হড়পা বান (Flash Flood in Uttarakhand)। প্রথমে ধারালী ও আশেপাশে ব্যাপক বৃষ্টিপাত, তারপর সুখী টপে ফের এক দফা বৃষ্টি , আর এই পরপর দু’টি ঘটনায় ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। পাহাড়ের বুক চিরে ঘণ্টায় ৪৩ কিলোমিটার বেগে ছুটে আসে কাদা, বিশাল বোল্ডার আর পাথরের স্রোত। ক্ষীরগঙ্গার ধারে ধেয়ে আসা এই হড়পা বান ৩০ সেকেন্ডের মধ্যেই গ্রাস করে নেয় ধারালী গ্রাম, হর্ষিল হেলিপ্যাড, সেনাছাউনি এবং কাছের কল্প কেদার মন্দিরের এলাকাও।
আরও বড় বিপদের ইঙ্গিত! (Flash Flood in Uttarakhand)
প্রাকৃতিক এই তাণ্ডব এতটাই শক্তিশালী ছিল যে ১৩.৫ একর এলাকা সম্পূর্ণ ভাবে ভাগীরথীতে বিলীন (Flash Flood in Uttarakhand) হয়ে যায়। হড়পা বানের গতিপথে বাঁক থাকায় এক পর্যায়ে তা বাধাপ্রাপ্ত হয় এবং ফলে এর দিক পরিবর্তিত হয়ে নতুন নতুন এলাকায় ধ্বংস ডেকে আনে। বিপদের আরেক দিক হল, বানের বয়ে আনা বোল্ডার ও কাদা ভাগীরথীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছে। এর জেরে নদীর ধারে তৈরি হয়েছে একটি অস্থায়ী ঝিল। এই বিষয়টি আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।
এখানকার জনসংখ্যা কত?
২০১১ সালের জনগণনা অনুযায়ী, ধারালী গ্রামে ১৩৭টি পরিবার বাস করতেন, মোট জনসংখ্যা ছিল ৫৮৩। পাহাড়ি সৌন্দর্যে মোড়া এই জনপদে হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ গড়ে উঠেছিল পর্যটকদের জন্য। কিন্তু এখন সেই সব স্থাপনা নেই বললেই চলে। শুধুই বয়ে চলেছে কাদা আর পাথরের ধ্বংসাত্মক স্রোত।

আরও পড়ুন: Calcutta HC: ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন দুই পুলিশ কর্মীর, হাইকোর্টে জোর ধাক্কা CBI-এর
এই দুর্যোগে সেনাছাউনিও রক্ষা পায়নি। এখন পর্যন্ত ন’জন জওয়ান নিখোঁজ, উদ্ধারকার্যে নেমেছে বাকি সেনাকর্মীরা। মোট মৃতের সংখ্যা অন্তত চার, নিখোঁজ পঞ্চাশের বেশি মানুষ। এই ভয়ঙ্কর হড়পা বান উত্তরকাশীর মানুষের মনে গেঁথে দিল এক অনির্বচনীয় আতঙ্ক। পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত ধারালী আজ শুধুই এক শোকস্তব্ধ, বিধ্বস্ত জনপদ।