ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও বাংলা রূপকথার গল্প নিয়ে হাজির জি (Indrani Paul)। মঙ্গলবার রাতে নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকের নাম ‘ বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’। ধারাবাহিকে জুটি হিসাবে দেখা যাবে জনপ্রিয় দুই মুখকে। তবে বহু বছর ছোটপর্দায় দেখা যায়নি এই ধারাবাহিকের নায়িকাকে। কারা জুটি বাঁধছেন ধারাবাহিকে ? কেমন লুকে ধরা দেবেন অভিনেতা অভিনেত্রী ?
মুখ্য চরিত্রে অভিনয় (Indrani Paul)
নতুন ধারাবাহিক ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম ‘ আসছে (Indrani Paul)। যে ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন ইন্দ্রানী পাল ও সিদ্ধার্থ সেন। ইন্দ্রানী পাল (Indrani Paul) থাকছেন ‘ বেদেনি জ্যোৎস্না ‘ চরিত্রে। বিপরীতে ‘যুবরাজের ‘ চরিত্রে থাকবেন সিদ্ধার্থ সেন (Siddharth Sen)। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ধারাবাহিকটি আসতে চলেছে। শোনা গিয়েছে ‘ বেদের মেয়ে জ্যোৎস্না ‘ গল্পের অনুকরণেই নতুন ধারাবাহিকটি শুরু হতে চলেছে।
প্রোমো প্রকাশ্যে (Indrani Paul)
প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো (Indrani Paul)। যেখানে দেখা গিয়েছে একটি মাঠে বহু মানুষ ভিড় জমিয়েছে। এক বেদেনি বিন বাজিয়ে সাপের খেলা দেখাচ্ছে। সকলে ভিড় জমিয়ে সাপের খেলা দেখছে। আর খেলার মাঝে রাজবাড়ি থেকে হাজির হয় দূত । তারা খোঁজ করে ‘ জ্যোৎস্নার’। তখন যে বেদেনি সাপের খেলা দেখাচ্ছিল , সে বলে ওঠে সে বেদেনি জ্যোৎস্না। দূত তাঁকে জানায় যুবরাজের বিষধর সাপ দংশন করেছে। তা শুনে তড়িঘড়ি জ্যোৎস্না দৌড় দেয় রাজবাড়ির দিকে। এখানেই জ্যোৎস্না চরিত্রে এক নতুন লুকে দেখা গিয়েছে ইন্দ্রানী পালকে।
আরও পড়ুন: Himachal Pradesh Disaster: হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, বন্ধ জাতীয় সড়ক
অন্যদিকে সাপের বিষে যুবরাজ বিছানায় শুয়ে। তাঁকে ঘিরে রয়েছে রাজবাড়ির সব লোকজন । ক্ষত দেখে জ্যোৎস্না জানায় , যুবরাজকে মায়া নাগ দংশন করেছে। মায়া নাগকে আনতে না পারলে যুবরাজকে বাঁচানো যাবে না । তা শুনি রাজমাতা জোৎসাকে বলেন “তুমি পারবে মা?” জ্যোৎস্না জানায় সে পারবে ,তবে মরণ বিন বাজাতে হবে। তারপর জ্যোৎস্না, মরণ বিন বাজাতে শুরু করে । তাঁর বিনের সুরের টানে ছুটে আসে মায়া নাগ । যুবরাজের বিষ তুলে নেয় মায়া নাগ । যুবরাজের জ্ঞান ফেরে । কিন্তু মরণ বিন বাজিয়ে জ্যোৎস্নার গলা ও হাত থেকে ততক্ষণে রক্ত বেরোয়। তাঁর পা টলতে থাকে । তাঁকে ধরে নেয় যুবরাজ।
নতুন লুক
ধারাবাহিকে ইন্দ্রানী পালকে (Indrani Paul) দেখা গেছে বেদেনির রূপে । অর্থাৎ বেদেনির মতো সাজগোজে তাঁকে দেখতে লাগছে বেশ অন্যরকম। এর আগে ‘ বরণ ‘ , ‘নবাব নন্দিনী ‘ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন ইন্দ্রানী। অন্যদিকে সিদ্ধার্থ সেন ( Siddharth Sen) ‘দেবীবরণ’ এ অনিকেতের চরিত্রে অভিনয় করতেন। এই প্রথমবার কোনও রূপকথার গল্পে জুটি বাঁধছেন ইন্দ্রানী ও সিদ্ধার্থ।
নতুন ধারায় দেখা
জি যে অন্য রকম ধারাবাহিক নিয়ে আসতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে কোন চ্যানেলে তা এখনই স্পষ্ট নয়। কিছুদিন আগে ‘শ্রীমান ভগবান দাস ‘ ধারাবাহিকের প্রোমো সামনে এসেছিল। সেই ধারাবাহিকটি অক্ষয় কুমারের ‘ও মাই গড ‘ ছবির অনুকরণে। আবার ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম ‘ ধারাবাহিকটিও ‘বেদের মেয়ে জ্যোৎস্না ‘ অনুকরণে। অর্থাৎ জি বাংলা সিনেমা চ্যানেলটিতে হিট ছবির অনুকরণে ধারাবাহিকগুলি দেখা যাবে বলে দর্শকদের অনুমান। কারণ প্রোমো গুলো এই চ্যানেলেই দেখানো হচ্ছে।