ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর শুরু হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কাজ। আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ডেমোক্র্যাট না রিপাবলিক এগিয়ে কোন দলের প্রার্থী? যদিও এখনও পর্যন্ত জনমত সমীক্ষা বলছে প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকেই নির্বাচনে এগিয়ে রাখছেন মার্কিন জনগন। প্রথম কোনো মহিলাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বসাতে পুরোপুরি তৈরি আমেরিকানরা।
আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায়। অধিকাংশ জমমত সমীক্ষাতেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের থেকে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা এগিয়ে রয়েছেন। এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ‘দোদুল্যমান’ প্রদেশের জনমত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন ভোট-পণ্ডিতদের একাংশ।
আরও পড়ুন: https://tribetv.in/pm-narendra-modi-return-to-india-after-attending-brics-summit-in-russia/
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আমেরিকার সাতটি প্রদেশের মধ্যে মিশিগান, উইসকনসিন এবং নেভাদায় ১ শতাংশ ব্যবধান এগিয়ে কমলা। অন্যদিকে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় ১ পয়েন্টে এগিয়ে ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। এ বার জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।