ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। কর্মদিবসে যাত্রীদের যাতায়াতে স্বস্তি দিতে ট্রেন সংখ্যা ও পরিষেবা সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। ১১ অগাস্ট, সোমবার থেকে কার্যকর হতে চলেছে নতুন সময়সূচি। সবুজ লাইন-১, সবুজ লাইন-২ এবং পার্পল লাইনে এই পরিবর্তন আনা হয়েছে। তিনটি লাইনেই আরও সকাল থেকে মেট্রো চালু করা হবে। আর পার্পল লাইনে রাতে আরও বেশিক্ষণ মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে।
সবুজ লাইন-১ (শিয়ালদহ–সল্টলেক সেক্টর V):
এই রুটে এখন থেকে সোমবার থেকে শনিবার চলবে মোট ১০৮টি ট্রেন। আগে চলত ১০৬টি। পরিষেবা শুরু হবে সকাল ৬:৩৫ থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। প্রথম মেট্রো (Kolkata Metro) ছাড়বে শিয়ালদহ থেকে সকাল ৬:৩৫-এ এবং সল্টলেক সেক্টর V থেকে সকাল ৬:৪০-এ। শিয়ালদহ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯:৩৫-এ এবং সল্টলেক থেকে ৯:৪০-এ। রবিবার এই রুটে কোনও পরিষেবা থাকবে না।
আরও পড়ুন:Weather Update: ১৩ অগস্ট থেকে ফের নিম্নচাপের সম্ভাবনা,
সবুজ লাইন-২ (হাওড়া ময়দান–এসপ্ল্যানেড):
সোমবার থেকে শনিবার এই লাইনে প্রতিদিন চলবে ১৩৪টি ট্রেন। আগে সংখ্যাটা ছিল ১৩০টি। পরিষেবা শুরু হবে সকাল ৬:৩০ থেকে এবং চলবে রাত ৯:৫৩ পর্যন্ত। প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬:৩০-এ, উভয় প্রান্ত থেকেই। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৪৫-এ। রবিবার পরিষেবা থাকবে স্বাভাবিক।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট):
পার্পল লাইন আগে দিনে মেট্রো চলত ৭২টি এবার এই রুটে ট্রেন সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৮০টি। পরিষেবা মিলবে সকাল ৬:৫০ থেকে রাত ৯:১৪ পর্যন্ত। প্রথম মেট্রো ছাড়বে জোকা থেকে সকাল ৬:৫০-এ, মাঝেরহাট থেকে সকাল ৭:১৪-এ। পার্পল লাইনে জোকা থেকে শেষ মেট্রো (Kolkata Metro) মিলবে রাত ৮:৩৬-এ ও রাত ৮:৫৭-এ শেষ মেট্রো মিলবে মাঝেরহাট থেকে। শনিবার ও রবিবার এই রুটে পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন:Nabanna Abhijan: পুলিশি নজরদাড়িতে ঘিরে ফেলা হয়েছে শহর, প্রয়োজনে বিকল্প পথ
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী চাহিদা ও চাপের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পরিষেবা বাড়ানো হতে পারে। পাশাপাশি মেট্রোর (Kolkata Metro) সংখ্যা বাড়ানোয় ট্রাফিক চাপ কিছুটা কমবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।