ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারত আমেরিকার সম্পর্কের ক্রমাগত অবনতি দেখছে বিশ্ব রাজনীতি। শুল্ক হার বাড়ানো থেকে ট্রাম্পের ক্রমাগত হুঁশিয়ারি (India America Relations)। ভারতের প্রধানমন্ত্রীও কড়া জবাব দিয়েছেন, এবার মুখ খুললেন রাজনাথ সিংহ ।
রাজনাথ সিংহের নিশানায় আমেরিকা (India America Relations)
রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্কের জন্য ট্রাম্পের হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে ভারতকে। হুঁশিয়ারি দিয়েই থেমে থাকেন নি ট্রাম্প। কখনও চড়া হাড়ে শুল্ক বসিয়েছেন ভারতের উপর আবার করেছেন ‘শুল্ক জরিমানা’। এর আগে প্রধানমন্ত্রী ভারতের অবস্থান স্পষ্ট করেছেন এবং কড়া ভাষায় জবাব দিয়েছেন আমেরিকাকে (India America Relations)।
এবার সেই নিয়েই মুখ খুললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, ভারতের দ্রুত অগ্রগতি দেখে বিশ্বশক্তিগুলির মধ্যে ঈর্ষা জন্মেছে এবং নানা উপায়ে ভারতের এগিয়ে যাওয়া আটকানোর চেষ্টা চলছে (India America Relations)।

আরও পড়ুন: Bangladesh Hilsa: অত্যাধিক দামের জন্য কি ওপার বাংলায় ইলিশ লুপ্ত প্রায়?
তিঁনি কড়া ভাষায় জবাব দিতে গিয়ে বলেন ‘যে গতিতে ভারত উন্নতি করছে, তা কারও কারও পোষাচ্ছে না। একেবারে ভাল লাগছে না ওদের। ভাবছে, ‘আমরা তো সবার বস’। ভারত এত দ্রুত এগোচ্ছে কী করে?’
ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে উল্লেখ করেছেন। যদিও রাজনাথের সিংহের দাবি, ভারতের রফতানির উপর কোনও রকম প্রভাবই পড়েনি। তাঁর কথায়, ‘প্রতিরক্ষা নিয়ে বলতে পারি, জেনে খুশি হবেন যে ২৪ হাজার কোটি টাকার বেশি সামরিক সরঞ্জাম রফতানি করছি আমরা। এটাই ভারতের শক্তি। নতুন ভারতের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা। রফতানি লাগাতার বাড়ছে।’

প্রসঙ্গত তিঁনি ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে বলেন, ‘এই সামরিক অভিযানে ভারতীয় বাহিনী সম্পূর্ণ দেশীয় সরঞ্জাম ব্যবহার করেছে, যা অভিযানের সাফল্যের অন্যতম চাবিকাঠি। ‘প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার অঙ্গীকার নিয়েই ভারত আজকের অবস্থানে পৌঁছেছে’।
এখন বিশ্ব রাজনীতি তাকিয়ে আছে ভবিষ্যতে ভারত আমেরিকার সম্পর্ক কোনদিকে গড়ায় (India America Relations)।