Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত ৯ অগস্ট (RG Kar Protest) অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন অভয়ার মা। কিন্তু সেই প্রতিবাদ কর্মসূচির মধ্যেই পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন তিনি, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ার বাবা। তিনি ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন তিনি।
কী অভিযোগ অভয়ার বাবার? (RG Kar Protest)
অভয়ার বাবার অভিযোগ অনুযায়ী, কিড স্ট্রিট ও জওহরলাল নেহরু (RG Kar Protest) রোডের সংযোগস্থলে পুলিশের পক্ষ থেকে টানাহেঁচড়া শুরু হয়। সেই সময় অভয়ার মায়ের ডান হাতের শাখা ভেঙে যায় এবং মাথা ও পিঠে লাঠির আঘাতে গুরুতর চোট পান তিনি। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত ও ইচ্ছাকৃত। এমনকী, ঘটনাটি অভয়ার মায়ের প্রাণনাশের কারণও হতে পারত বলে দাবি তাঁর বাবার। তিনি দ্রুত পুলিশের বিরুদ্ধে FIR রুজুর দাবি জানিয়েছেন।
হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার(RG Kar Protest)
এই ঘটনার পর শনিবারই অভয়ার মাকে নিয়ে যাওয়া হয় ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে (RG Kar Protest)। তবে চিকিৎসক পরিবারের অভিযোগ, প্রথমে সরকারি চাপে তাঁকে ভর্তি নিতে অস্বীকার করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কেমন আছেন অভয়ার মা?
হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভয়ার মা রাতভর জরুরি বিভাগে পর্যবেক্ষণে ছিলেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। রবিবার সকালে চিকিৎসকদের পর্যালোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, তাঁর অবস্থা স্থিতিশীল থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা চালানো যেতে পারে।
আরও পড়ুন: Weather Update: সপ্তাহের মাঝেই ধেয়ে আসছে দুর্যোগ, দুই বঙ্গেই ঝেঁপে নামবে বৃষ্টি!
রাজনীতিতে নতুন বিতর্ক
এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভয়ার বাবার একটি ভিডিও শেয়ার করে পাল্টা আক্রমণে নামেন। তিনি লেখেন, “আমি তাঁর যন্ত্রণাকে সম্মান করি, কিন্তু এখন যা বলা ও করা হচ্ছে, তা প্রশ্নের উদ্রেক করে। সবাই জানে, সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি, অথচ তিনি সেই দলের সঙ্গেই আন্দোলনে সামিল হয়েছেন।” কুণাল ঘোষ আরও বলেন, তাঁর নামে অপপ্রচার চালানো হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও অপরাধমূলক।