ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বাংলায় এসে ছাব্বিশে পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। শাহি বক্তৃতায় আগাগোড়া ছিল ২০২৬ সালের বিধানসভা ভোটের কথা। প্রথম থেকেই বাংলায় দুর্নীতির কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
লোকসভা ভোটের ফলপ্রকাশের পর এই প্রথম রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে সল্টলেকে বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচির সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সদ্য দাদাসাহেভ ফালকে পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী সহ রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতারা। সেখান থেকেই ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দিলেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কী কী বদল ঘটবে, তারও ফিরিস্তি দিলেন তিনি (Amit Shah)।
আরও পড়ুন: Amit Shah: অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে তোপ, ২৬-এ বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহের
বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দেন, বাংলায় ১ কোটি সদস্য সংখ্যার লক্ষ্যমাত্রা পূরণ করতেই হবে। একইসঙ্গে শাহি বক্তৃতায় দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূলকে আগাগোড়া আক্রমণ করতে। বাংলায় স্বাস্থ্য থেকে শিক্ষা সবেতেই দুর্নীতি বলেও নিশানা করলেন মমতা-অভিষেককে। তাঁর বক্তৃতায় উঠে আসে আরজি করের ঘটনার প্রসঙ্গও। শাহ মনে করিয়ে দেন, ‘কলকাতা থেকে সন্দেশখালি বাংলার সব প্রান্তে নারীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। রবীন্দ্র সঙ্গীতের বদলে বোমার আওয়াজ শোনা যাচ্ছে বাংলার এক কোনা থেকে অন্য কোনায়।’ অমিত শাহ জোর গলায় বলেন, বাংলার দুর্নীতি রুখতে পারে একমাত্র বিজেপি।’
আগামী ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গের ছ’টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে। কিন্তু রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন নিয়ে একটি বাক্যও ব্যয় করতে দেখা গেল না অমিত শাহকে। তার বক্তব্যের প্রতিটি খাতে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলায় ক্ষমতা দখলই বিজেপির একমাত্র লক্ষ্য।