Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের নতুন জনমুখী উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) প্রকল্প ঘিরে ইতিমধ্যেই সাড়া পড়েছে জেলায় জেলায়। নাগরিক সমস্যার দ্রুত সমাধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প যখন জনপ্রিয়তার শিখরে, তখন এক বিজেপি প্রধানের মুখে মুখ্যমন্ত্রীর সরাসরি প্রশংসা যেন রাজনীতির নতুন সমীকরণ তৈরি করল।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি প্রধানের (Amader Para Amader Samadhan)
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কোনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি (Amader Para Amader Samadhan) প্রধান সমীর বিশ্বাস বুধবার করঙ্গ এফপি স্কুলে আয়োজিত একটি সরকারি শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের সমস্যা শোনা ও সমাধান করা হচ্ছে যা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। মুখ্যমন্ত্রীকে এজন্য ধন্যবাদও জানান তিনি।
চাওয়া হবে কৈফিয়ত (Amader Para Amader Samadhan)
বিরোধী দলের এক জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই (Amader Para Amader Samadhan) গেরুয়া শিবিরে অস্বস্তি তৈরি করেছে। বিজেপির বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষ স্পষ্ট জানান, “এটি সমীরবাবুর ব্যক্তিগত মত। দল এ ধরনের পদক্ষেপকে সমর্থন করে না।” পাশাপাশি জানা গেছে, এই বিষয়ে তাঁর কাছে কৈফিয়ত চাওয়া হবে।
বিজেপিকে কটাক্ষ
অন্যদিকে, এই ঘটনার সুযোগ নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি। স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষ বলেন, “প্রধান নিজের বিবেক থেকে বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই রাজ্যের উন্নয়নে কাজ করছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “বিজেপি নেতারা চোখে দেখতে পারেন না যে সরকার ভাল কাজ করছে। কিন্তু সমীর বিশ্বাস সত্যি বলতে ভয় পাননি।”

আরও পড়ুন: Shilpa Shetty: অন্যের টাকায় শিল্পা-রাজের বিলাসিতা? আইনের জালে তারকা দম্পতি!
তৃণমূল আইটি সেলের বাগদা সভাপতি জয়ন্ত বিশ্বাসও প্রশংসা করেছেন সমীরবাবুর বক্তব্যের। তাঁর মতে, “বিরোধী দলে থেকেও তিনি বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী কতটা মানবিক এবং কাজকর্মে কতটা সক্রিয়। এটা সাহসী সিদ্ধান্ত।” তবে রাজনৈতিক চাপের মুখে পড়ার প্রশ্নে সমীর বিশ্বাস স্পষ্ট করে বলেন, “আমি এখানে রাজনীতি করতে আসিনি। একজন প্রধান হিসেবে সরকারি প্রকল্পে অংশ নেওয়া ও তার কার্যকারিতা দেখা আমার দায়িত্ব।” তাঁর আরও মন্তব্য, “এই প্রকল্পে যে অর্থ ব্যবহার হচ্ছে, তা সাধারণ মানুষের করের টাকা। সেই টাকা সঠিক কাজে লাগলে, তাতে খুশি হওয়াটাই স্বাভাবিক।”