Last Updated on August 14, 2025 by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে দর্শকের সমস্ত অপেক্ষার অবসান ঘটলো (Raj Chakrabarty)। মুক্তি পেল ‘ ধূমকেতু’ (Dhumketu)। ১৪ ই আগস্ট সকাল থেকেই শহরের নানা সিনেমা হলের সামনে অনুরাগীদের উন্মাদনা চোখে পড়ার মত। ১০ বছর পর দেব শুভশ্রী (Dev -Subhashree) জুটিকে পর্দায় দেখতে পাচ্ছে দর্শক। খুশির জোয়ারে ভাসছে অনুরাগী থেকে দর্শকরা। সেই সাথে পা মেলালেন রাজ চক্রবর্তীও (Raj Chakrabarty)। তিনি দিলেন বিশেষ বার্তা। কী বললেন রাজ চক্রবর্তী ? কাদের উদ্দেশ্য বার্তা দিলেন পরিচালক?
শুভেচ্ছা বার্তা (Raj Chakrabarty)
আজ ১৪ই আগস্ট বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘ ধূমকেতু’ (Raj Chakrabarty)। দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটিকে পর্দায় দেখা গিয়েছে। এ যেন দীর্ঘ অপেক্ষার অবসান। দেব শুভশ্রী জুটির অপেক্ষায় শুধুমাত্র দর্শক ছিলেন তা নয়, রাজ চক্রবর্তীও দেব শুভশ্রী জুটির অপেক্ষা করছিলেন তা বলাই যায়। রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দেন। তিনি লেখেন ,” এত বছরের প্রতীক্ষা শেষ । ‘ধূমকেতু ‘ উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মতো । দেব শুভশ্রী ,কৌশিক গাঙ্গুলি সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড় পর্দায় ‘ধূমকেতু ‘ মিস করবেন না।”
নতুন রূপে ফেরা
বলতে গেলে গোটা শহর ‘ধূমকেতু’র (Dhumketu) ঝড়ে উড়ছে। হবে নাই বা কেন! দশ বছর পর ‘ধূমকেতু’র মুক্তি বলে কথা। সাথে দেব শুভশ্রী জুটির দেখা পাওয়া পর্দায়। রাজের ‘ ধূমকেতু’ ছবির মুক্তির জন্য শুভেচ্ছা বার্তা সামনে আসতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। শুভশ্রীর কাজের প্রশংসা সবসময়ই করেছেন স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। রাজের হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ ( Challenge) ছবিতে দেব শুভশ্রী জুটিকে দেখা গিয়েছিল। আবার শুভশ্রীকে অন্য ধারার চরিত্র ‘মেহুল ‘ রূপে পর্দায় তুলে ধরেছিলেন রাজ। সেখানে রাজ, দেব শুভশ্রী জুটিকে শুভেচ্ছা জানাবেন না ,তা কি করে হয়!
ট্রোল করা
দেব শুভশ্রী একসাথে ফেরায় অনুরাগীরা ভীষণ খুশি। সে পর্দায় হোক কিংবা ছবির ট্রেলার লঞ্চে। অপরদিকে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে ট্রোল ও মিমের বন্যা বয়ে গিয়েছিল সমাজ মাধ্যমে। অবশ্য সেদিকে কর্ণপাত করেননি রাজ ও রুক্মিণী। দেব শুভশ্রীকে এক হতে তাঁরাই যে সবচেয়ে বড় সাপোর্টার । এমনকি রাজকে নিয়ে তাঁর প্রাক্তন কটাক্ষ করতেও ছাড়েননি । যদিও রাজের প্রাক্তনের পোস্টে কড়া জবাব দিয়েছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: Raktabeej 2: সন্ত্রাস নাকি সংগ্রাম? দুর্ধর্ষ গল্পে হাজির ‘রক্তবীজ ২’ এর টিজার
নেটিজেনদের মন্তব্য
রাজ চক্রবর্তীর (Raj Chakrabarty) বার্তা সামনে আসতেই ,নেটিজেনেরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। একজন লেখেন,” শুভর জন্য তুমি সঠিক মানুষ।” একজন লেখেন,” সত্যি আপনি একজন ভালো স্বামী।” আরও একজন লেখেন,” দেব শুভশ্রীর ফেরার পিছনে আপনার অবদান অনস্বীকার্য।” আবার কেউ কেউ লেখেন, “আপনার মত স্বামী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।”