Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার উৎসবপ্রিয় মানুষের কাছে দুর্গাপুজোর আগাম প্রস্তুতি মানেই নতুন জামাকাপড়, গয়না আর কেনাকাটা। সেই উপলক্ষ্যেই শহরের অন্যতম বড় ও জনপ্রিয় লাইফস্টাইল এক্সিবিশন “পুজো পার্বণ” (Puja Parbon) শুরু দক্ষিণ কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেনসের দ্য ভিলা ব্যাঙ্কোয়েটে।
এই প্রদর্শনীর আয়োজন করেছে রঙ্গলীলা ইভেন্টস, এবং শেষ দিন ১৭ অগাস্ট, অর্থাৎ তিন দিনব্যাপী এই উৎসবমুখর প্রদর্শনীতে জমে উঠেছে কেনাকাটার ধুম।
শাড়ি থেকে জুয়েলারি, স্টাইলিশ পণ্যের সমাহার (Puja Parbon)
এক্সিবিশনের মূল আকর্ষণ নিঃসন্দেহে এর বৈচিত্র্যময় সম্ভার। রয়েছে পুজোর জন্য বিশেষভাবে তৈরি ডিজাইনার শাড়ি, কুর্তি, ব্লাউস, ট্র্যাডিশনাল ও ফিউশন ড্রেস, হ্যান্ডমেড জুয়েলারি ও অন্যান্য ফ্যাশন অ্যাক্সেসরিজ।

আরও পড়ুন: Weight lose: নিয়ম না জেনেই ডায়েট! কোথায় হচ্ছে সমস্যা?
নতুন সাজে নিজেকে প্রস্তুত করতে যেমন অপশন রয়েছে, তেমনি পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করতেও উপযুক্ত জায়গা এটি। স্টলগুলির মান ও ডিজাইনের ভিন্নতা ক্রেতাদের মন কেড়ে নিয়েছে।
মুখরোচক খাবারের স্টল (Puja Parbon)
শুধু ফ্যাশন নয়, “পুজো পার্বণ”–এ রয়েছে মুখরোচক খাবারের স্টল। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, ডেজার্ট, এবং কুইজিনের সম্ভারে ক্রেতারা ক্লান্তি ভুলে নতুন উদ্দীপনায় ভরে উঠেছেন।
শপিংয়ের ফাঁকে ফাঁকে খাবারের স্বাদ নিতে নিতে আরও জমে উঠেছে উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে সময় কাটানোর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে এই প্রদর্শনী।
এক ছাদের নিচে উৎসবের আসল স্বাদ (Puja Parbon)
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের লক্ষ্য ছিল এক ছাদের নিচে পুজোর কেনাকাটা ও বিনোদনের সম্পূর্ণ প্যাকেজ তুলে ধরা। যাতে দর্শনার্থীরা শুধুই শপিং নয়, একইসঙ্গে সময়ও উপভোগ করতে পারেন।”

আরও পড়ুন: Bula Chowdhury: চুরি গেছে পদ্মশ্রী স্মারক, সেই চুরির তদন্তে এবার সিআইডি
প্রদর্শনীর প্রথম দিন থেকেই ক্রেতাদের আগ্রহ ও অংশগ্রহণ যথেষ্ট উৎসাহব্যঞ্জক। কলকাতার পুজোর আবহে এই ধরনের এক্সিবিশন শুধুই বাজার নয়, বরং এক রকমের উৎসবের আগমনী বার্তা।
প্রদর্শনীর শেষ দিন ১৭ অগাস্ট। যারা এখনও যাননি, তারা যেন একবার ঘুরে আসেন এই “পুজো পার্বণ”–এ (Puja Parbon)। উৎসবের আগে নিজের ও প্রিয়জনের জন্য নতুন কিছু কিনে নিতে আজই ম্যান্ডেভিলা গার্ডেনস হয়ে উঠতে পারে সেরা গন্তব্য।