Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের ব্যাহত মেট্রো পরিষেবা (Kolkata Metro Rail)। সপ্তাহের তৃতীয় দিন অর্থাৎ বুধবার অফিস টাইমে ফের বন্ধ ব্লু লাইনের মেট্রো পরিষেবা। দিনের ব্যস্ততম সময়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের।
মেট্রো পরিষেবা ব্যাহত যেন নিত্যদিনের ব্যাপার (Kolkata Metro Rail)
ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়া যেন নিত্যদিনের (Kolkata Metro Rail) ব্যাপার। নির্ধারিত সময়ের বাইরে মেট্রো চলাচল তো হামেশাই লেগে আছে। এরই মাঝে কলকাতার মেট্রো ট্র্যাকে জল জমে পরিষেবায় বিপত্তি দেখা দিল আজ। চলতি মরশুমে এর আগেও একাধিকবার একই ছবি ধরা পড়েছে। পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে গিয়েছিল গত জুলাই মাসেই। আবারও একই অবস্থার শিকার হয়ে হয়রান হতে হল নিত্য যাত্রীদের। অতিরিক্ত বৃষ্টির জন্য কালীঘাট, যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে জল জমে থাকার কারণেই এই বিপত্তি।
আরও পড়ুন: Justin Bieber: নাইট ক্লাবে মারাত্মক অপরাধ? তাড়িয়ে দেওয়া হল জাস্টিন বিবারকে!
কোন স্টেশন পর্যন্ত চলছে মেট্রো (Kolkata Metro Rail)
দক্ষিণেশ্বর-ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মেট্রে কর্তৃপক্ষ। শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পাওয়া যাচ্ছিল। কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ায় স্টেশনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিদিনকার অসংখ্য যাত্রীকে এখন নিউ গড়িয়া স্টেশন পার করে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যেতে হচ্ছে মেট্রো ধরার জন্য। এতে যাত্রাপথ দীর্ঘতর হচ্ছে, বাড়ছে সময় ও খরচ। অনেককে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, ফলে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
স্বাভাবিক মেট্রো পরিষেবা
দীর্ঘ কয়েক ঘন্টা ভোগান্তির পর আপাতত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। কিন্তু প্রায়শই যাত্রীদের এই হয়রানির জন্য দায়ী কে? কেনই বা ব্লু লাইনে এতো রক্ষণাবেক্ষণের অভাব? নাগরিকের মনে প্রশ্ন তো উঠছেই।