Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্ববিখ্যাত পার্সোনাল ফিনান্স (Stock Market Crash) লেখক রবার্ট কিয়োসাকি আবারও বিশ্ব অর্থনীতির দুর্দশার আশঙ্কা প্রকাশ করলেন। ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ খ্যাত এই বিনিয়োগ বিশেষজ্ঞ সম্প্রতি এক্স-এ একটি পোস্টে সরাসরি লিখেছেন, মার্কিন শেয়ার বাজার ভয়াবহ পতনের দিকে এগোচ্ছে। তাঁর মতে, বাজারের একাধিক সূচক আগাম বিপদের ইঙ্গিত দিচ্ছে।
বুমার প্রজন্মের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক (Stock Market Crash)
১১ অগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত ওই বার্তায় কিয়োসাকি বলেন (Stock Market Crash) , “স্টকগুলিতে বড় পতনের সিগন্যাল দেখা যাচ্ছে। এটি শেয়ার বাজারের পতনের প্রথম সতর্কতা। তবে এই দুঃসংবাদের মধ্যেও কিছু ভালো খবর আছে-বিশেষ করে যারা সোনা, রুপো এবং বিটকয়েনে বিনিয়োগ করেছেন তাঁদের জন্য।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ৪০১(k) পেনশন স্কিমের উপর নির্ভর করা বেবি বুমার প্রজন্মের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক হতে চলেছে।
পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে হবে (Stock Market Crash)
দীর্ঘদিন ধরেই প্রচলিত আর্থিক ব্যবস্থার সমালোচক কিয়োসাকি সব সময়ই পরামর্শ দেন (Stock Market Crash) , একমুখী বিনিয়োগ না করে পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে। বিশেষত, বর্তমান আর্থিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি এবং মার্কিন ডলারের সম্ভাব্য দুর্বলতার সময়ে সোনা, রুপো ও বিটকয়েনের মতো সম্পদকে তিনি একটি ‘হেজ’ বা রক্ষাকবচ হিসেবে দেখেন।
বিকল্প সম্পদে নজর দেওয়ার আহ্বান
পরিসংখ্যানও তার বক্তব্যকে কিছুটা সমর্থন করছে। গত এক বছরে সোনার দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। রুপোর দাম বেড়েছে ৪৪ শতাংশেরও বেশি। সবচেয়ে বড় লাফ দিয়েছে বিটকয়েন, যার মূল্য এক বছরে ১১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা থেকেই কিয়োসাকি দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের বিকল্প সম্পদে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: WB Weather Update: কলকাতায় মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা!
বিটকয়েনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল
তিনি পূর্বেও দাবি করেছেন, বিটকয়েনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তাঁর মতে, ২০৩০ সালের মধ্যে এক বিটকয়েনের মূল্য ১০ লক্ষ ডলার ছাড়াতে পারে। তিনি স্বীকার করেন, যখন তিনি প্রথম বিটকয়েন কেনেন, তখন এর দাম ছিল মাত্র ৬০০০ ডলার। এখন তিনি বলেন, “আরও অর্থ থাকলে আরও বিটকয়েন কিনতাম।”
বি.দ্র. যেকোনও বিনিয়োগের আগে সচেতন থাকা জরুরি। বাজারে বিনিয়োগের সঙ্গে ঝুঁকি জড়িয়ে থাকে। তাই বিনিয়োগের আগে উপযুক্ত গবেষণা ও বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।