Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গবেষণার জন্য কর্মী নিয়োগ করতে চলেছে কল্যাণী এমস। নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৬৭,০০০ টাকা এবং ২০,০০০ টাকা (Job News)। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
কল্যাণী এমস (Job News)
চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কল্যাণী এমস। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ কাজ হবে অর্থপুষ্ট প্রকল্পের। সেই মতো সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গবেষণার জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন (Job News)।

গবেষণার কাজে অর্থ সাহায্য করবে কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ (ডিএইচআর)-এর অর্থপুষ্ট মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট স্কিম। নিয়োগ হবে রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) এবং ল্যাব টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদ দু’টি। প্রথম ছয় মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে কাজ ও প্রকল্পের প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়িয়ে তিন বছর পর্যন্ত করা হতে পারে (Job News)।
আরও পড়ুন: WB Weather Update: কলকাতায় মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা!
দুটি পদের জন্য ভিন্ন যোগ্যতার কথা উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। দুটি পদের জন্য যোগ্যতার মাপকাঠি কী হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। আগ্রহীরা বিজ্ঞপ্তির ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ই-মেল আইডি-তে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন আগামী ২ সেপ্টেম্বর (Job News)।
রিসার্চ সায়েন্টিস্ট-২ (সায়েন্টিস্ট সি) এবং ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪০ এবং ৩০ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৬৭,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও। বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখে নিতে হবে (Job News)।